তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে। আজ মঙ্গলবার দেশটির বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
আমিরাতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শারজাহ এমিরেতের আল ধাইদে আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে তাপমাত্রা ছিল ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির বেশিরভাগ অঞ্চলেও তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।
আমিরাতের কয়েকটি অঞ্চলে অবশ্য বৃষ্টি হয়েছে আজ। সেসব জায়গার তাপামাত্রা তুলনামূলকভাবে কম। যেমন আল আইন এমিরেতের দামথায় আজ ভোর ৫ টার দিকে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি আমিরাতে আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হবে।
তবে আমিরাতের অন্যান্য অঞ্চলের জন্য তেমন কোনো সুখবর নেই। আবহাওয়া দপ্তরের বিবৃতি অনুসারে, পূর্বাঞ্চল বাদে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। এমনকি কোনো কোনো অঞ্চলে ৪০ কিলোমিটার বেগে বালিঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।