১৪ জুলাই শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত আন্দোলনকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী কনসার্ট চলছে।
কনসার্টে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ১৪ জুলাইয়ের স্লোগান ধরেছেন।
স্লোগানগুলোর মধ্যে রয়েছে, 'তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার', 'কে বলেছে, কে বলেছে; স্বৈরাচার, স্বৈরাচার', 'কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার, 'ইনকিলাব জিন্দাবাদ'।
এসময় তিনি বলেন, স্বৈরাচারের সুপ্রিমেসির বিরুদ্ধে আমরা এখানে স্লোগান দিয়েছিলাম।
আরআর