খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের প্রায় পাঁচ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফলে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা দেরিতে খুলনা-ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছেড়ে গেছে।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আফিলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় লাইনের ওপর উঠে হঠাৎ বন্ধ হয়ে যায়। ট্রেনটি ধাক্কা দিলে ট্রাকটি কিছুদূর ঠেলে নেয় এবং ট্রেনের অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়।
এ দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. শহিদুল ইসলাম খান (৬৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। দুর্ঘটনায় তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নেওয়া হয় এবং ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
রাত ১২টা ৫০ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়, যদিও এটি রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল।
বাংলাদেশ রেলওয়ের খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবু বকর জামান জানান, দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয় এবং উদ্ধার কার্যক্রম শেষে রেলপথ পরিষ্কার করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
আরআর