৮ ঘণ্টা পর পুলিশ পাহাড়ায় ক্যাম্পাস ছাড়লেন অবরুদ্ধ ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ

৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজে আর আসবো না এমন মৌখিক ঘোষণা দিয়ে পুলিশ পাহাড়ায় ক্যাম্পাস ত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঞা।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টা থেকে ভিক্টোরিয়া কলেজের ধর্মপুর ডিগ্রি ক্যাম্পাসে তিনি অবরুদ্ধ হন। রাত ১১টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা ও কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

কলেজ সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ক্যাম্পাসের হৃদয় বাংলাদেশ চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৯ দফা দাবি জানিয়ে কলেজ প্রশাসনেকে দুই কার্যদিবসের আল্টিমেটাম দেন।

সোমবার (১৪ জুলাই) দুপুর পর্যন্ত ৯ দফা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঞার কাছে বিষয়টি জানতে চান। এ সময় তিনি দাবি বাস্তাবায়নে আরও সময় চান শিক্ষার্থীদের কাছে। এতে শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠেন। এক পর্যায়ে ছাত্ররা স্লোগান দেওয়া শুরু করলে অধ্যক্ষ বিকেল ৩টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে প্রবেশ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ চাই’ এমন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারাও মসজিদে প্রবেশ করেন। এরপর রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত অধ্যক্ষ আবুল বাসার ভূঞা মসজিদেই অবরুদ্ধ রয়েছেন। খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ক্যাম্পাসে যায়।

বাংলা বিভাগের শিক্ষার্থী মফিদুল হাসান পল্লব বলেন, কলেজ প্রশাসনের সঙ্গে আমরা কথা বলতে পারি না। অধ্যক্ষ স্যার দরজায় তালা দেন। প্রশাসনের কাছে যাওয়ার আগে কাউকে নিয়ে যেতে হয়। এটা কেমন গণতান্ত্রিক পরিবেশ?

উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ফয়জুন্নেসা হলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ প্রয়োগ করা হয়। হলের ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে কোনো শিক্ষক থাকেন এটা প্রথম শুনলাম! মেয়েরা কথা বললে তাদেরকে শোকজ, অভিভাবক ডাকানো, বৈঠকের ভয় দেখানো হয়। এছাড়া বৃহস্পতিবার কলেজ প্রশাসনকে দেওয়া নয় দফার একটিও মানা হয়নি। বরং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

আনোয়ার নামে আরেক শিক্ষার্থী বলেন, জুলাই আন্দোলন চলাকালে কলেজের ২০২২-২৩ শিক্ষা বর্ষের ডিগ্রি ছাত্র তামিমের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা গুরুতর হামলা করেন। অথচ হামলার এক বছর পূর্ণ হলেও প্রশাসন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। এমনকি জুলাই গেজেটে তানিমকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভূমিক রাখেনি।

নওয়াব ফয়জুন্নেসা হলের শিক্ষার্থী সাবরিনা সুলতানা বলেন, হলে পানি নেই। কথা বললেও সমাধান নেই। নয় দফা দাবি জানিয়েও সমাধান নেই। তাই আমরা তাকে চাইনা। তিনি এক বছরেও তামিম নির্যাতনের বিচার করতে পারেননি। যারা নির্যাতন করেছে তাদের শাস্তি দিতে পারেনি। অথচ আমাদের বহিষ্কার করবে বলে হুমকি দিচ্ছে।

শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবির মধ্যে রয়েছে, কলেজে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, ডিগ্রি শাখার জন্য পৃথক ও আধুনিক ক্যাম্পাস স্থাপন, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার, বহিরাগত, মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াতে বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু, আবাসিক হল ও আশপাশের হোটেল এলাকায় জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি, আধুনিক ওয়াশরুম এবং যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় আলাদা ফান্ড গঠন, কলেজের সব ধরনের আয়-ব্যয় ওয়েবসাইটে প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করা।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
১০০তম টেস্টে স্টার্কের ৪০০ উইকেট, ৩-০ ব্যবধানে সিরিজ জয় অস্ট্রেলিয়ার Jul 15, 2025
img
ভৈরবে বাসচাপায় প্রাণ গেল ২ জনের Jul 15, 2025
img
সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল Jul 15, 2025
img
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের নাম সংস্কার Jul 15, 2025
img
বগুড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের Jul 15, 2025
img
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, প্রাণ গেল ১ শিশুর Jul 15, 2025
img
শুটিংয়ে দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের Jul 15, 2025
img
দুই দশকের সম্পর্কের অবসান, পল্লবী রাওয়ের বিবাহবিচ্ছেদ Jul 15, 2025
img
রাবিতে কোডিং পদ্ধতিতে খাতা মূল্যায়নের উদ্যোগ, থাকবে না রোল Jul 15, 2025
যারা সাহসিকতার সাথে লড়াই করলো, তারা কেন মুখ লুকিয়ে ফেললো? Jul 15, 2025
⁠বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, মন্তব্য নাহিদের Jul 15, 2025
img
মাত্র ১৫ বলে ৫ উইকেটের রেকর্ড স্টার্কের Jul 15, 2025
img
সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক Jul 15, 2025
দলে ফেরাতে সাকিবের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি Jul 15, 2025
তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন আমির Jul 15, 2025
img
পুলিশের অভিযানে ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার Jul 15, 2025
দীপিকার পোশাক ও ওজন নিয়ে কটাক্ষ, নতুন রূপ নিয়ে সমালোচনার ঝড় Jul 15, 2025
৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে যা করতে যাচ্ছে এনসিপি Jul 15, 2025
ব্যক্তিকেন্দ্রিক অশালীন স্লোগানে উদ্বিগ্ন মির্জা ফখরুল Jul 15, 2025
কোথায় ছিলেন জামায়াত ইসলাম চরমোনাই আপনারা লম্বা লম্বা কথা বলেন Jul 15, 2025