ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন থেকে কোনো অংশে কম না : হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জাতীয় নির্বাচন থেকে কোনো অংশে কম না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন।

এ সময় রিটের বিষয়ে এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের বিষয়েও আদালত শুনানিতে বিভিন্ন প্রশ্ন তোলেন। এরপর শেষদিকে ডাকসু নির্বাচন প্রক্রিয়া আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট।

তখন রিটকারী আইনজীবী জানান, আমরা নির্বাচন স্থগিত চাই না। তখন আদালত বলেন, আপনারা রাজনীতি করে ঝগড়া-মারামারি করবেন আর আমাদের এখানে আসবেন, আমরা কী করবো। নির্বাচনী ট্রাইব্যুনালে যান, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভোটার কীভাবে হয়েছে, প্রক্রিয়া কী, প্রার্থিতা বাতিলসহ সব বিষয়ে তদন্ত হোক। আদালত আরও বলেন, ডাকসু নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন থেকে কোনো অংশে কম নয়। এটাকে গুরুত্ব দিতে হবে। এরপর আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট।

হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন চেম্বার জজ আদালত। হাতে লেখা আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। পরে আবেদন শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ স্থগিত থাকবে।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের বিচারপতি ফারাহ্ মাহবুবের চেম্বার কোর্টে দ্রুত হাতে লিখে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সে আবেদনের পর চেম্বার আদালত এ বিষয়ে সিএমপি আবেদন ও শুনানির আগ পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শিশির মনির বলেন, আগামীকাল চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হবে। সে পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত এবং নির্বাচনের কার্যক্রমে কোনো বাধা রইলো না।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৪ বছর আগে, অর্থাৎ ১৯২১ সালে। আর বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের প্রথম ভোট হয় ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে। সেই থেকে ১০০ বছরে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র ৩৭ বার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছরে নির্বাচন হয়েছে সবচেয়ে কম, মাত্র সাতবার।

ডাকসু পরিচালিত হয় এর গঠনতন্ত্র দিয়ে। ১৯৯১ সালের পর ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র তিনবার পরিবর্তন করা হয়। সর্বশেষ গত ডিসেম্বরে ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন কমিটি করা হয়।

কমিটি ছাত্রসংগঠনসহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে সুপারিশ জমা দেয়। এরপর গত ১৬ জুন ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে গঠনতন্ত্রের সংশোধনী অনুমোদিত হয়।

সংশোধনীতে মূলত নির্বাচনে অংশ নেওয়ার বয়সসীমা তুলে দেওয়া হয়, যা ২০১৯ সালে ৩০ বছর নির্ধারণ করা হয়েছিল। এছাড়া তিনটি সম্পাদকীয় পদ যুক্ত করা হয়— মানবাধিকার ও আইন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং ক্যারিয়ার বা পেশাজীবন উন্নয়ন সম্পাদক।

এমআর   

Share this news on:

সর্বশেষ

img

মিয়া গোলাম পরওয়ার

পিআর পদ্ধতি ছাড়া দেশের মানুষ অন্য কোনো নির্বাচন গ্রহণ করবে না Sep 02, 2025
img
জাগপা সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা, তীব্র নিন্দা জানাল মির্জা ফখরুল Sep 02, 2025
img
নুরকে দেখতে হাসপাতালে গেছেন শামা ওবায়েদ, সুষ্ঠু তদন্তের দাবি Sep 02, 2025
img
মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে যাবতীয় সহযোগিতার আশ্বাস মোদির Sep 02, 2025
img

আবু আলম শহীদ খান

আওয়ামী লীগের ৩ কোটি ভোট অনেকের মাথাব্যথার কারণ হতে পারে Sep 02, 2025
img
স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা, গেজেট প্রকাশ Sep 02, 2025
img
রাস্তা বন্ধ করে চলাচল করা গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিমকে প্রত্যাহার Sep 02, 2025
img
নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল Sep 02, 2025
img
ফরিদপুরে ৩ ভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি Sep 02, 2025
img
চট্টগ্রামে শেখ হাসিনা, কাদের ও কামালসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা Sep 02, 2025
img
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন থেকে কোনো অংশে কম না : হাইকোর্ট Sep 01, 2025
img
বিপ্লবী তরুণদের নিয়ে নানা কটুকথা বলা হচ্ছে: তাসনিম জারা Sep 01, 2025
img
যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে : শামা ওবায়েদ Sep 01, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ৩৫ ব্যক্তি Sep 01, 2025
img
ডাকসু নির্বাচনে আইনি লড়াই : প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট শিশির মনির Sep 01, 2025
img
সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বিলুপ্ত Sep 01, 2025
img
সব ধরনের মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব ভারতের, দাবি ট্রাম্পের Sep 01, 2025
img
নির্বাচন না দিয়ে দেশ ছেড়ে কেউ পালাতে পারবে না : জয়নুল আবেদীন Sep 01, 2025
img
৩৬ জুলাইয়ের আদলে এবার ৩৬ দফা ইশতেহার দিল ছাত্রশিবির Sep 01, 2025
img
সেপ্টেম্বরে লঘুচাপ ও নিম্নচাপ নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস Sep 01, 2025