প্রধান বিচারপতি নিয়োগে যে ঐকমত্যে এলো রাজনৈতিক দলগুলো
মোজো ডেস্ক 04:36PM, Jul 13, 2025
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগে সমন্বিতভাবে একটি সিদ্ধান্তে এসেছে রাজনৈতিক দলগুলো।
রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার দ্বাদশ দিনের সংলাপ শেষে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন , আপাতত জেষ্ঠ্যতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এখানে প্রথম দুইজনের মধ্যে একজন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণের মতামতের জন্য বিষয়টি নির্বাচনী ইশতেহারে বিষয়টি উল্লেখ করতে পারবে রাজনৈতিক দলগুলো।
জনগণ ম্যান্ডেট দিলে সংবিধান পরিবর্তন করে জ্যেষ্ঠতমের পরিবর্তে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজনকে নিয়োগের বিধান যুক্ত করতে পারবেন বলেও জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক রীয়াজ।