শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। যেখানে লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। ফলে ৮৩ রানের জয়ে সিরিজে সমতায় ফিরল লিটন দাসের দল।
মূলত অধিনায়ক লিটনের ৭৬ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে বাংলাদেশ দল। এছাড়া শামীম পাটোয়ারী করেন ৪৮ রান। এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ দল।
মূলত শরিফুল ইসলামের শুরুর উইকেট আর রিশাদ হোসেনের শেষ উইকেট দিয়ে জয় পায় টাইগাররা। মাঝের সময়ে মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানরাও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। দারুণ জয়ের পর অবশ্য অনুভূতি ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন।
ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। পরে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলছিলেন, 'চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। রিশাদ দারুণ করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন। কুশলের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।
আরআর