চেলসির ঝুলিতে বিশাল অঙ্ক, ক্লাব বিশ্বকাপে কোন দল কত টাকা পেল?

শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ৩২টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আসর বসেছিল। ফাইনালের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন প্যারিসিয়ান সেইন্ট জার্মেইকে (পিএসজি) মাটিতে নামিয়ে এনে ৩-০ গোলে শিরোপা জিতেছে চেলসি। এ নিয়ে লন্ডনের ক্লাবটির হাতে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা উঠল। ট্রফি জেতার পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইংলিশ ক্লাবটি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২টি ক্লাবের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ১ বিলিয়ন ডলার (প্রায় ৭২৬ মিলিয়ন পাউন্ড)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে দলগুলোকে ৫২৫ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেবল অংশগ্রহণের জন্য এবং বাকি ৪৭৫ মিলিয়ন ডলার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বণ্টন করা হয়েছে।

শিরোপাজয়ী চেলসি পেয়েছে ১১ কোটি ৩০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৩৭ কোটি টাকা)। এর মধ্যে ২ কোটি ৮৩ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকা চেলসি পেয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ। আর ৮ কোটি ৪৬ লাখ ডলার তারা পেয়েছে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। এর মধ্যে শুধু ফাইনাল জিতেই চেলসির পকেটে ঢুকেছে প্রায় ৪ কোটি ডলার বা ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা।

রানার্সআপ পিএসজিও আর্থিকভাবে কম লাভবান হয়নি। প্যারিসের ক্লাবটি পেয়েছে ১০ কোটি ৫৮ লাখ ডলার বা ১ হাজার ২৮৬ কোটি টাকা। ইউরোপের ক্লাবগুলো পেয়েছে গড়ে ৩৯ মিলিয়ন পাউন্ড। দক্ষিণ আমেরিকান দলগুলো পেয়েছে গড়ে ২৪ মিলিয়ন পাউন্ড। অকল্যান্ড সিটির মতো একটি অপেশাদার ক্লাবও পেয়েছে ৩.৩ মিলিয়ন পাউন্ড—যা তাদের ২০২৪ সালের পুরো আয় থেকে সাতগুণ বেশি।

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রাইজমানি ছিল ক্লাব বিশ্বকাপে। ওই আসরে প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। আর ক্লাব বিশ্বকাপের জন্য ১০০ কোটি ডলার।

প্রসঙ্গত, নতুন ফরম্যাটের ২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব অংশ নেয়। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। ৮ গ্রুপে ভাগ হয়ে মাঠে গড়িয়েছে এই বিশ্বকাপ, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল নকআউট পর্বে ছিল।

সবমিলিয়ে হয়েছে ৬৩টি ম্যাচ।

গত ১৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে পর্দা উঠেছিল ক্লাব বিশ্বকাপের। ১৩ জুলাই নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে হয় টুর্নামেন্টটির ফাইনাল।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি, ৩ সপ্তাহে সর্বোচ্চ দর Jul 14, 2025
মাংসাশী পোকা দমনে কোটি কোটি মাছি ছাড়ছে যুক্তরাষ্ট্র Jul 14, 2025
আদালতে পুলিশের ওপর চড়াও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল Jul 14, 2025
img
অভিনেত্রী হতে চাইনি, মা-ই সুযোগ করে দিয়েছিলেন:কঙ্কনা Jul 14, 2025
img
মিটফোর্ড হত্যাকাণ্ড অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি Jul 14, 2025
img
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ Jul 14, 2025
img
রাশমিকা-শ্রীলীলাকে ছাড়িয়ে দক্ষিণের সবচেয়ে ব্যস্ত নায়িকা এখন মামিতা Jul 14, 2025
img
দুর্নীতির মামলা স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে, সন্তানদের সম্পদের নোটিশ Jul 14, 2025
img
কাজলের চোখে ডিডিএলজে: পাগলামি, প্রেম আর ইতিহাস Jul 14, 2025
img
টোলপ্লাজায় ৬ জনের প্রাণহানিতে দেড় কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি Jul 14, 2025
রাজনীতি ক্রিকেটারদের জন্য নয়: জয়াসুরিয়া Jul 14, 2025
অন্যের স্ত্রীকে বিয়ে! আত্মপক্ষ শুনানিতে নাসির-তামিমার জবাব Jul 14, 2025
img
বক্স অফিসে ঝিমিয়ে পড়েছে শানায়ার প্রথম সিনেমা Jul 14, 2025
img
প্রথমবারের মতো নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক Jul 14, 2025
img
পুরনো বিশ্বাস আর আতঙ্কে তৈরি এক অন্যরকম হরর জগত Jul 14, 2025
ক্যান্সার থেকে বাঁচাবে ৩ পানীয়, দাবি বিশেষজ্ঞদের Jul 14, 2025
আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও থাকবে নৌকা: ইসি Jul 14, 2025
নয়াপল্টনে ছাত্রদলের কর্মসূচিতে যে দৃশ্য দেখা গেলো Jul 14, 2025
img
সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি : বিসিবি সভাপতি Jul 14, 2025
img
চার গুণ বেড়েছে অনলাইন বিদ্বেষমূলক বার্তা, টেনিস তারকারা মানসিক চাপে Jul 14, 2025