যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে মণিরামপুর তেল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক রাজু ও হেলপার এরফান সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছ বোঝাই ট্রাক মনিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক রাজু ও হেলপার এরফান ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/টিকে