বলিউডে নেপোটিজম নিয়ে বহু বিতর্ক হলেও খুব কম তারকাই নিজেদের সুবিধাজনক অবস্থান নিয়ে এতটা খোলামেলা কথা বলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্কনা অকপটে স্বীকার করেছেন, বলিউডে তার যাত্রার পেছনে ছিল ‘সেরা ধরনের নেপোটিজম’, আর সেটা এসেছে তার মা, খ্যাতনামা পরিচালক অপর্ণা সেনের হাত ধরেই।
কঙ্কনা বলেন, “আমি কোনোদিনই অভিনেত্রী হতে চাইনি। এটা একপ্রকার দুর্ঘটনাই ছিল। মা বাড়িতে চিত্রনাট্য পড়তে বলেছিলেন, সেখান থেকেই মি. অ্যান্ড মিসেস আয়ার-এ কাস্ট হয়ে যাই।” তিনি আরও যোগ করেন, “আমি অনেক সুযোগ, প্রিভিলেজ আর ভাগ্য পেয়েছি। এটা অস্বীকার করব না। নেপোটিজম অবশ্যই অন্যায়, কিন্তু এটা প্রায় সব পেশাতেই আছে।”
এছাড়া কঙ্কনা তার নতুন ছবি মেট্রো... ইন দিনো নিয়ে কথা বলার সময় এক আবেগঘন মুহূর্তে স্মরণ করেন প্রয়াত অভিনেতা ইরফান খানকে। জানান, ছবির একটি চরিত্রের নাম তিনি নিজেই প্রস্তাব করেন—"মন্টি", যা ছিল লাইফ ইন আ মেট্রো-তে ইরফানের চরিত্রের নাম। তার ভাষায়, “ইরফানকে খুব মনে পড়ছে। শুটিংয়ের সময়ও তার শূন্যতা বারবার অনুভব করেছি।”
এই অকপট স্বীকারোক্তি এবং ইরফানকে ঘিরে আবেগী স্মৃতি আরও একবার মনে করিয়ে দিল, কঙ্কনা শুধু একজন প্রতিভাবান অভিনেত্রী নন, বরং একজন সংবেদনশীল মানুষও।
এফপি/ টিএ