চলতি দলবদলে রদ্রিগো ডি পলের অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়াটা অনেকটাই নিশ্চিত। বিশ্বকাপজয়ী তারকার সম্ভাব্য গন্তব্য মেসির ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মিডফিল্ডারের সম্ভাব্য বিদায়ের আলোচনার মধ্যেই বিশ্বকাপজয়ী আরেক আর্জেন্টাইনের দলবদলের গুঞ্জন চাউর হয়েছে। ধারে লিওঁতে খেলা ফরোয়ার্ড থিয়াগো আলমাদাকে দলে ভেড়াতে আগ্রহী অ্যাতলেটিকো মাদ্রিদ।
দলবদলের বাজারের নির্ভরযোগ্য সংবাদদাতা ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চলতি দলবদল উইন্ডোয় থিয়াগো আলমাদার দিকে নজর রাখছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই প্রতিভাবান মিডফিল্ডারকে ২০২৪ এর জানুয়ারিতে দলে ভেড়ানোর কাছাকাছি ছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু দরকষাকষিতে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত আর চুক্তি আলোর মুখ দেখেনি। তবে এবার নতুন করে আবার এই ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের প্রতি আগ্রহ দেখাচ্ছে রেজিব্লাঙ্কোরা।
গত বছর এমএলএসের দল আটলান্টা ইউনাইটেড থেকে ব্রাজিলের ক্লাব বোতাফাগোয় যোগ দেন আলমাদা। চলতি বছর ব্রাজিলের ক্লাবটি তাকে ফ্রান্সের ক্লাব লিওঁতে ধারে খেলতে পাঠিয়েছে।
তবে, ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলমাদাকে দলে ভেড়ানো খুব একটা সহজ হবে না মাদ্রিদের ক্লাবটির জন্য। তাকে দলে ভেড়াতে আগ্রহী পর্তুগিজ জায়ান্ট বেনফিকাও। এরই মধ্যে বেনফিকার দেয়া ৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বোতাফাগোর মালিকানা প্রতিষ্ঠান ইগল ফুটবল হোল্ডিংস। ৪০ মিলিয়ন ইউরোর কমে এই মিডফিল্ডারকে ছাড়ার কোনো ইচ্ছাই তাদের নেই।
সবশেষ মৌসুমে লিওঁর জার্সিতে ২০ ম্যাচে ২ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন আলমাদা। অ্যাতলেটিকো মাদ্রিদ তাকে আন্তইনে গ্রিজম্যানের দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে বিবেচনা করছে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৪ গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
ইউটি/টিএ