রণবীর সিংয়ের বিপরীতে ভিলেন হিসেবে বিজয় দেবরাকোন্ডাকে ‘ডন ৩’-এ দেখা যেতে পারে—এই গুঞ্জনে উত্তেজনা ছড়িয়েছিল ভক্তদের মধ্যে। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনায় ইতি টানলেন বিজয়। বলিউডে এখনও পা ফেলা নিয়ে বেশ সচেতন এই তেলুগু তারকা আপাতত মন দিয়েছেন নিজের আঞ্চলিক ইন্ডাস্ট্রির প্রজেক্টগুলোতেই।
সূত্র মতে, 'ডন ৩'-এর মতো হাইপ্রোফাইল ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ার সুযোগে প্রাথমিকভাবে আগ্রহ দেখালেও, শেষমেশ তা প্রত্যাখ্যান করেন বিজয় দেবরাকোন্ডা। ফলে রণবীর সিংয়ের বিপরীতে ভিলেন চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
ফারহান আখতার পরিচালিত 'ডন ৩'-এ রণবীর সিং থাকছেন প্রধান চরিত্রে। নারী প্রধান চরিত্রে থাকছেন কৃতি স্যানন। ২০২৬ সালের জানুয়ারিতে শুটিং শুরু হওয়ার কথা। এরই মধ্যে লন্ডনে লোকেশন খোঁজার কাজ শুরু হয়ে গেছে।
বিজয় দেবরাকোন্ডাকে ভিলেন হিসেবে দেখার প্রত্যাশায় ছিলেন অনেকেই। কিন্তু তার সরে দাঁড়ানোয় হতাশ হয়েছেন অনেকে। এখন দেখার পালা, নির্মাতারা কাকে বেছে নেন রণবীরের এই প্রতিপক্ষ চরিত্রে।
এফপি/টিএ