যেখানে একসময় ছিল উন্মাদনা আর প্রত্যাশার ঢল, সেখানে এখন নীরবতা। ‘ইন্ডিয়ান থ্রি’—কামাল হাসান ও পরিচালক শঙ্করের বহু প্রতীক্ষিত সিক্যুয়েল এখন মুখ থুবড়ে পড়ার পথে। প্রায় সম্পূর্ণ শুটিং হয়ে গেলেও ছবি এখন পোস্ট-প্রোডাকশনের দড়িতে আটকে।
এর পেছনে মূল কারণ বাজেট নিয়ে নির্মাতা ও প্রযোজকের টানাপড়েন। শঙ্কর চাইছেন কিছু দৃশ্য নতুন করে শুট করতে। সেই জন্য প্রয়োজন অতিরিক্ত বাজেট। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশনস এই বাড়তি খরচে রাজি নয়।
এই মুহূর্তে ছবির সবচেয়ে বড় ধাক্কা এসেছে ডিজিটাল রাইটস বাজার থেকে। সম্প্রতি জানা গেছে, ‘ইন্ডিয়ান থ্রি’-এর স্ট্রিমিং রাইটস থেকে সরে গেছে নেটফ্লিক্স। এর পেছনে কারণ হিসেবে তারা দেখিয়েছে আগের দুটি ছবি—‘ইন্ডিয়ান টু’ এবং ‘গেম চেঞ্জার’-এর বক্স অফিসে ব্যর্থতা।
যদিও প্রধান দুই তারকা কামাল হাসান ও পরিচালক শঙ্কর ইতিমধ্যেই তাঁদের সম্মানী পেয়ে গেছেন, ছবির বাকি বাণিজ্যিক দিকগুলো এখনো অনিশ্চিত। নেই কোনও নিশ্চিত ওটিটি প্ল্যাটফর্ম, নেই স্যাটেলাইট ডিল—ফলে মুক্তির দিনও অনিশ্চিত।
এই পরিস্থিতিতে পরিচালক শঙ্কর মন দিয়েছেন তাঁর আরেক বড় বাজেটের প্রকল্প ‘বেলপরি’-তে। ফলে ‘ইন্ডিয়ান থ্রি’ আপাতত পড়ে আছে এক প্রান্তে, যেখানে আলো কম, প্রশ্ন বেশি।
যে ছবি একসময় দক্ষিণ ভারতের অন্যতম বড় সিক্যুয়েল হিসেবে বিবেচিত হচ্ছিল, আজ সেটি ‘প্রোডাকশন লিম্বো’য় আটকে। এটাই এখন বাস্তবতা।
এসএন