ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরকে সামনে রেখে বোলিং কোচের আসনে বড় পরিবর্তন আনলো সানরাইজার্স হায়দরাবাদ। সবশেষ দুই মৌসুমে দায়িত্বে থাকা নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি পেসার জেমস ফ্র্যাঙ্কলিনকে সরিয়ে এবার বোলিং কোচ হিসেবে ভারতের সাবেক পেসার বরুণ অরুণকে নিয়োগ দিয়েছে দলটি। এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন কৌশল ও ঘরোয়া অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।
চলতি বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বরুণ। ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে চেন্নাইয়ের এমআরএফ পেস একাডেমিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। ৩৫ বছর বয়সী সাবেক পেসারের উঠে আসার পেছনে এই প্রতিষ্ঠানের অবদান রয়েছে। ২০১০-১১ মৌসুমে ঝাড়খাণ্ডের হয়ে আলোচনায় উঠে এসেছিলেন তিনি।
বেশ কয়েকটি ফ্র্যাকচারের কারণে বরুণ ক্যারিয়ারের খুব বেশি লম্বা হয়নি। ভারতের হয়ে ৯ ওয়ানডের সঙ্গে ৯ টেস্ট খেলেছেন সাবেক এই পেসার। সবশেষ ২০১৫ সালের নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি। বরুণের ক্যারিয়ারের সেরা মুহূর্ত ২০১৪ সালের ইংল্যান্ড সফরে স্টুয়ার্ট ব্রডকে করা ডেলিভারিটি। ডানহাতি পেসারের বাউন্সারে নাক ভেঙে গিয়েছিলেন ব্রডের।
পরবর্তীতে অস্ত্রোপচার করাতে হয় ইংলিশদের সাবেক পেসারকে। পেশাদার ক্রিকেট ছাড়ার পর আইপিএল চলাকালীন ক্রীড়া বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। কয়েক মাসের ব্যবধানে হায়দরাবাদের কোচিং স্টাফে যুক্ত হলেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোচের দায়িত্ব নিচ্ছেন বরুণ। সঙ্গী হিসেবে পাচ্ছেন ড্যানিয়েল ভেটরিকে।
আইপিএলে বেশ কয়েকটি দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে বরুণের। দিল্লি ডেয়ারডেভিলসের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। যেখানে ৫২ ম্যাচে ৮.৯৩ ইকনোমি রেটে নিয়েছেন ৪৪ উইকেট। ২০২২ সালে গুজরাটের হয়ে শিরোপাও জিতেছেন বরুণ।