ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ইংল্যান্ড। লর্ডসে রোববার (১৪ জুলাই) পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিলো ১৩৪ রান, অন্যদিকে ইংলিশদের দরকার ছিলো ৬ উইকেট। তবে শেষ পর্যন্ত স্টোকস-আর্চারদের দুর্দান্ত বোলিংয়ে ১৭০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে নাটকীয় ম্যাচে ২২ রানের জয় পায় স্বাগতিক ইংল্যান্ড।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। ভারতকে ৫ উইকেটে হারিয়ে লিড নিয়েছিল তারা। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত, ইংল্যান্ডকে ৩৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। তৃতীয় টেস্টের শেষ দিনে নাটকীয় জয়ে আবার এগিয়ে গেলো স্বাগতিকরা। 


লর্ডস টেস্টের শেষ দিনে ভারতকে জিততে হলে করতে হবে ১৩৪ রান। অন্যদিকে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৬ উইকেট। টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়েছিল আগের দিনই, পন্তকে নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করেন কেএল রাহুল। তবে এ দিন খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রিশভ পন্ত। ১২ বলে ৯ রান করা বাঁহাতি এই ব্যাটারের স্টাম্প উড়িয়ে দেন জফরা আর্চার। এক প্রান্ত আগলে রেখ ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন কেএল রাহুল। তবে এ দিন খুব বেশিক্ষণ তিনিও টিকতে পারলেন না। বেন স্টোকসের লেংথের বল ব্যাটে লাগাতে পারেননি রাহুল। তার প্যাডে লাগলে জোরাল আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দিলেন না। পরে রিভিউ নিয়ে সফল হয় ইংল্যান্ড। 

এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার রবীন্দ্র জাদেজা। তবে তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারলেন না ওয়াশিংটন সুন্দর। তিনি টিকতে পেরেছিলেন মাত্র ৪ বল। আর্চারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন কোনো রান না করেই। এরপর নিতীশ কুমার রেড্ডিকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলেছেন জাদেজা। নিতীশ টিকেছিলেন ৫৩ বল, এরপর ১৩ রান করা এই ব্যাটারকে ফেরান ক্রিস ওকস। উইকেটের পেছনে জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। 

জসপ্রীত বুমরাহও টিকেছিলেন অনেকক্ষণ, একাই ব্যাটিং করলেন পাক্কা ৯ ওভার। ৫ রান করে স্টোকসের বলে বদলি ফিল্ডার কুকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১৪৭ রানে ৯ উইকেট হারিয়ে তখন হারের দ্বারপ্রান্তে ভারত। মোহাম্মদ সিরাজকে নিয়ে শেষ উইকেট জুটিতে তখন ধীরে ধীরে এগোতে থাকেন জাদেজা। তবে বশিরের বলে বোল্ড আউট হয়ে ফেরেন সিরাজ। আর তাতেই ১৭০ রানে অলআউট হয় ভারত। জাদেজা অপরাজিত থাকেন ৬১ রানে। 



রোববার (১৩ জুলাই) চতুর্থ দিনে যে নাটকীয়তা দেখা গেছে, তাতে এই ম্যাচের ফলাফল নিয়ে নিশ্চিত করে কোনো কিছুই বলা যাচ্ছিল না। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অলআউট করে দেয় ভারত। এতে জয়ের জন্য মাত্র ১৯৩ রানের লক্ষ্য পেয়ে যায় শুভমান গিলের দল। জয়ের জন্য লক্ষ্যটা খুব বেশি বড় নয়, আর চতুর্থ দিন বাদ দিলেও গোটা একটা দিন পড়ে আছে। ১৯৩ রান করার জন্য যথেষ্ট সময় ছিল ভারতের হাতে। তবে সময় থাকলেও উইকেটে টিকতে পারেননি কোনো ব্যাটার। 

কিন্তু ইংল্যান্ডের বোলাররা চতুর্থ দিনেই ভারতের ৪ উইকেট তুলে নিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। মাত্র ৫৮ রানেই ভারতের টপ-অর্ডারের ৪ ব্যাটার- জয়সওয়াল, করুন নায়ার, শুভমান গিল ও আকাশ দীপের উইকেট তুলে নেন ইংলিশ বোলাররা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এরপর ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও নিতীশ কুমার রেড্ডিদের তোপে মাত্র ১৯২ রানে অলআউট হয় ইংলিশরা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯৬ বলে ৪০ রান করেন জো রুট। এছাড়া অধিনায়ক বেন স্টোকস ৩৩, হ্যারি ব্রুক ২৩, জ্যাক ক্রাউলি ২২ আর অতিরিক্ত রান আসে ৩২। 

১৯৩ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে দলীয় ৫ রানে ওপেনার যসশ্বী জয়সওয়ালের উইকেট হারায় ভারত। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। করুন নায়ার ৩৩ বলে ১৪, অধিনায়ক শুভমান গিল ৯ বলে ৬ ও নাইট ওয়াচম্যান হিসেবে আকাশ দ্বীপ ১১ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। এদিকে প্রথম ইনিংসে রুটের সেঞ্চুরি, জেমি স্মিথ ও ব্রাইডন কার্সের ফিফটিতে ৩৮৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। এ ছাড়া বেন স্টোকস এবং অলি পোপ দুজনেই করেছিলেন ৪৪ রান করে। এই ইনিংসে বুমরাহ নিয়েছিলেন ৫ উইকেট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ভারতও অলআউট হয় ৩৮৭ রানে। সেঞ্চুরি করেছিলেন কেএল রাহুল। এ ছাড়া রিশভ পন্ত ৭৪ ও রবীন্দ্র জাদেজা করেছিলেন ৭২ রান। আর করুন নায়ার করেন ৬২ বলে ৪০ রান। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশরা অলআউট হয় মাত্র ১৯২ রানে। আর তাতেই ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রানের। এই ইনিংসে সর্বোচ্চ ৪০ রান আসে রুটের ব্যাট থেকে। এ ছাড়া স্টোকস ৩৩, ব্রুক ২২ ও জ্যাক ক্রাউলি করেন ২২ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা ছাড়া আর কোনো ব্যাটার দাঁড়াতেই পারেননি। তা ছাড়া করুন নায়ারের ১৪ ও নিতীশ রেড্ডির ১৩ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কোর ঘর ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রেখে ?? রানে অপরাজিত থাকেন জাদেজা। 

এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ ম্যাচে আগামী ২৩ জুলাই মুখোমুখি দুই দল। আর শেষ ও পঞ্চম ম্যাচে তারা খেলবে লন্ডনে, ম্যাচ শুরু হবে আগামী ৩১ জুলাই।



ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ইসির প্রতীকে যুক্ত হলো দাঁড়িপাল্লা Jul 16, 2025
img
তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয় : জামায়াত আমির Jul 16, 2025
img
কিউবায় ‘ভিক্ষুক নেই’ মন্তব্যের পর শ্রমমন্ত্রীর পদত্যাগ Jul 16, 2025
img
রাজামৌলির চিত্রনাট্যে ঝড় তুলতে আসছেন মহেশ ও প্রিয়াঙ্কা Jul 16, 2025
img
যারা সহিংসতা ঘটাচ্ছেন, তারা সঠিক পথে ফিরে আসুন : মঈন খান Jul 16, 2025
img
জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪ স্থানে নির্মিত হবে ফলক Jul 16, 2025
img
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের : ছাত্রদল সেক্রেটারি Jul 16, 2025
img
ফেসবুকে সতর্কবার্তা দিলেন আসিফ মাহমুদ Jul 16, 2025
img
সম্পর্ক নয়, এখন নিজেকে সময় দিচ্ছেন শ্রুতি Jul 16, 2025
img
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Jul 16, 2025
পাকিস্তান দলের জন্য ঢাকায় ভিআইপি নিরাপত্তা, বিমানবন্দরেই কয়েক স্তরের পাহারা! Jul 16, 2025
img
গিনেস বুকে নাম লেখানোর কাছাকাছি পৌঁছেছিলেন নানা পাটেকার! Jul 16, 2025
img
যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে পণ্য চুরি, আটক ভারতীয় নারী Jul 16, 2025
img
গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা Jul 16, 2025
img
গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক Jul 16, 2025
img
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহর Jul 16, 2025
img
এনবিআর আন্দোলনে রাজস্ব ক্ষতি নিরূপণে ৯ সদস্যের কমিটি গঠন Jul 16, 2025
img
এমবাপ্পের চেয়েও বেশি পারিশ্রমিক চান ভিনিসিয়ুস Jul 16, 2025
img
এনসিপির আগমন ঠেকাতে আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ Jul 16, 2025
img
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা Jul 16, 2025