বলিউডে অ্যাকশনপ্রেমীদের জন্য আসছে বড় চমক। প্রথমবারের মতো একই সিনেমায় একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন রণবীর সিং ও ববি দেওল। রণবীরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সঙ্গে যোগ হচ্ছে ববির সাম্প্রতিক দুর্দান্ত প্রত্যাবর্তনের ধারাবাহিকতা। ফলে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দুই তারকার রোমাঞ্চকর দ্বৈরথ দেখার জন্য।
এই অ্যাকশনধর্মী সিনেমার নির্মাণে আছেন বলিউডের প্রথম সারির এক জনপ্রিয় পরিচালক, আর প্রযোজনার দায়িত্ব নিয়েছে একটি শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও সিনেমার নাম কিংবা কাহিনির নির্দিষ্ট তথ্য এখনো জানানো হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, এটি হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের স্টাইলিশ অ্যাকশন-ড্রামা, যেখানে থাকবে থ্রিল, টানটান উত্তেজনা ও সংলাপভিত্তিক সংঘর্ষ।
রণবীর সিং বরাবরের মতোই থাকছেন তাঁর চিরচেনা দুর্দমনীয় শক্তি ও আভিজাত্যে, অন্যদিকে ববি দেওল ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর এবারও তুলে আনছেন তাঁর শক্তিমান, রহস্যময় উপস্থিতি। দর্শকরা পাচ্ছেন একটি এমন স্ক্রিন কনফ্রন্টেশন, যা একদিকে হবে চিত্তাকর্ষক, অন্যদিকে চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্যপট।
এই সিনেমা শুধু তারকাবহুল নয়, বরং এটি বলিউড অ্যাকশন ঘরানায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলেই ধারণা করছেন অনেকে। রণবীরের উচ্ছ্বসিত চরিত্র আর ববির স্থির অথচ তীব্র ব্যক্তিত্ব একসঙ্গে সিনেমার ভিন্নমাত্রা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এখন শুধু অপেক্ষা ঘোষণা ও মুক্তির তারিখ জানার। তবে ইতোমধ্যেই বলিউডের ভক্তকুলের মধ্যে ছড়িয়ে পড়েছে উন্মাদনা, আলোচনায় এখন শুধুই রণবীর বনাম ববি।
এফপি/ টিকে