জিপিএ-৫ পেলেই মিষ্টি, সৎ কাজের জন্য নেই উচ্ছ্বাস: আহমাদুল্লাহ

সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, খুব কম মা-বাবাই আছেন, সন্তানের সৎ কাজকে যারা উচ্ছ্বাস ভরা হৃদয়ে অভিনন্দিত করেন। বিপদের মুখেও ছেলে সত্য কথা বলেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, সুযোগ থাকার পরও ঘুষ নেয়নি-- এই আনন্দে বাবা-মা কখনো মিষ্টি বিতরণ করেছেন, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা হয়ত একবারও ঘটেনি। অথচ জিপিএ-৫ পেলে মিষ্টির বন্যা বইয়ে দেব-- এমন ঘোষণা আমরা অহরহ শুনছি।

সোমবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

তিনি আরও লেখেন, প্রতি বছর এসএসসি পরীক্ষার রেজাল্টকে কেন্দ্র করে যে লাগামহীন উন্মাদনা দেখা যাচ্ছে, তা আমাদেরকে শঙ্কিত ও ব্যথিত করছে। পরীক্ষায় ভালো ফল করা নিঃসন্দেহে আনন্দের ঘটনা। কিন্তু সেই আনন্দের উদযাপন নির্দিষ্ট মাত্রার ভেতর হওয়াই শোভনীয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লেখেন, এদেশের মিডিয়াগুলোও এই পরীক্ষাকে ঘিরে যেভাবে সংবাদ কাভারেজ দেয়, অন্য কোনো দেশে এর নজির আছে বলে আমাদের জানা নেই। এই অতি উন্মাদনার কারণেই পরীক্ষায় যারা ভালো করতে পারে না, তাদের ভেতর অপরাধবোধ তৈরি হয়, তারা ডিপ্রেশনে চলে যায়। এক পর্যায়ে অনেকে আত্মহত্যার মতো ভয়ংকর সর্বনাশা পথ বেছে নেয়। এই শিক্ষার্থীদের ঝরে পড়ার পেছনে আমাদের মিডিয়ার যেমন দায় আছে, তেমন দায় আছে সন্তানদের প্রতিযোগিতার বাজারে ছেড়ে দেয়া মা-বাবাদেরও।

তিনি আরও লেখেন, সামগ্রিক জীবনের সাফল্যের তুলনায় একটি পরীক্ষায় ভালো ফলাফল করা আঁচড় রেখে যাওয়ার মতো বড় ঘটনা নয়।

তারপরও এই উন্মাদনা প্রমাণ করে, আমরা দিন দিন খুব বেশি ভোগবাদী, বস্তুবাদী এবং পরকাল ভোলা ইহজাগতিক মানুষ হয়ে উঠছি।

আহমাদুল্লাহ লেখেন, সততা নয় বরং পরীক্ষায় পাস করাই জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠায় অনেক বাবা-মা প্রয়োজনে সন্তানের নকল করারও অনুমোদন দেন। পাশের ভালো ছাত্রের খাতা দেখে লিখতে না পারলে অনেক সন্তান ভর্ৎসনার শিকার হয়। কী অদ্ভুত মনোবৈকল্য আমাদের!

তিনি আরও লেখেন, জিপিএ ৫ সাময়িকের সাফল্য। কিন্তু মুমিনের জীবনে চূড়ান্ত সাফল্য তো তখনই আসবে, যখন সে জাহান্নাম থেকে বেঁচে চির সুখের জান্নাতে প্রবেশ করতে পারবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে এটাকেই আসল সফলতা বলেছেন। আর বুদ্ধিমান তো সে, যে কিনা সাময়িকের সাফল্যের ফাঁদে আটকা না পড়ে চূড়ান্ত সফলতার জন্য চুপচাপ কাজ করে যায়।

শেষে লেখেন, জীবন অনেক দীর্ঘ জার্নির নাম। জিপিএ-৫ পাওয়ার পরও অনেক শিক্ষার্থী পরবর্তী জীবনে ব্যর্থ হয়। আবার জিপিএ-৫ না পেয়েও বহু মানুষ পরবর্তী জীবনে সফল হয়। তাই সাময়িকের এই সাফল্যকে উন্মাদের মতো উদযাপন করা শোভনীয় নয়।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
‘ডন ৩’ থেকে নিজেই সরে দাঁড়ালেন বিক্রান্ত ম্যাসি, যোগ দিচ্ছেন কৃতি Jul 15, 2025
img
‘ভাগ মিলখা ভাগ’ আবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে Jul 15, 2025
img
যশোরে ৮টি স্বর্ণের বারসহ আটক ২ Jul 15, 2025
img
“ঝড় বয়ে গিয়েছিল”, আরিয়ান মামলা নিয়ে বললেন এনসিবি অফিসার Jul 15, 2025
img
ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদহার কমানোর ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Jul 15, 2025
img
অন্তর্বর্তী সরকার কম্প্রোমাইজ করতে শিখে গেছে : সামান্তা শারমিন Jul 15, 2025
img
শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার নকশা চূড়ান্ত হবে : সৈয়দা রিজওয়ানা Jul 15, 2025
img
সংসদ ভাঙলে ৪৮ ঘণ্টার মধ্যে তত্ত্বাবধায়ক, ১২০ দিনে নির্বাচন চায় জামায়াত Jul 15, 2025
img
ভারত সারা জীবন প্রতিবেশী থাকবে : শফিকুল আলম Jul 15, 2025
img
কৃতি শ্যানন-রাহুলের আবাসনে রহস্যময় অনুপ্রবেশ Jul 15, 2025
img
রংপুরের শ্যামাসুন্দরী খাল বাঁচাতে ১০ কি.মি. ড্রেজিংয়ের সিদ্ধান্ত পরিবেশ উপদেষ্টার Jul 15, 2025
img
ভাঙা পায়ে বিএনপি ব্যান্ডেজ করেছে কিন্তু জোড়া লাগাতে গিয়ে বেঁকে বসেছে: আখতার Jul 15, 2025
img
মেট্রো স্টেশনে বসানো হচ্ছে বিভিন্ন ব্যাংকের এটিএম ও সিআরএম মেশিন Jul 15, 2025
বাংলাদেশ টিম আমার বাপ-দাদার সম্পত্তি না-সালাউদ্দিন Jul 15, 2025
যা করলে আল্লাহ ভালোবাসবেন আপনাকে Jul 15, 2025
img
দেশে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত Jul 15, 2025
img
বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না : সালাহউদ্দিন আহমেদ Jul 15, 2025
img
সংস্কার-সনদের কথা বলে দেশে হট্টগোল তৈরি করা হচ্ছে: আমীর খসরু Jul 15, 2025
৪৩ হাজার পাতার দলিল দিয়েও প্রাথমিক বাছাইয়ে ব্যর্থ এনসিপি, দিতে হবে নতুন ডকুমেন্টস Jul 15, 2025
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান Jul 15, 2025