বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত ৪ হাজার ছাড়াল, হাসপাতালে ভর্তি ১৭৫ জন

বরগুনায় এখনো নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গুর পরিস্থিতি। জেলায় প্রতিদিনই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রায় শতাধিক রোগী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জেলা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ হাজার ২৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে জেলায় আরও অন্তত ২৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিনই দেড় শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সবমিলিয়ে হাসপাতালটিতে প্রতিদিন অন্তত ৫০০ জন ভর্তি রোগীর চিকিৎসা দিচ্ছেন দায়িত্বরত চিকিৎসকরা। অপরদিকে সদর উপজেলার পর বিভিন্ন উপজেলার মধ্যে পাথরঘাটায় বেড়েছে আক্রান্তের সংখ্যা।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরো ভর্তি রয়েছেন ১৮ জন। এর মধ্যে বামনায় ও তালতলীতে ৪ জন করে মোট ৮ জন, পাথরঘাটায় ৯ এবং আমতলীতে ১ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২৪ জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল আরো আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৫১ জন।

এবছর এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত মোট ৪ হাজার ২৩ জন রোগীর মধ্যে শুধু জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৪৮৭ জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের। তবে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জেলার আরও অন্তত ২৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া আক্রান্ত হয়ে ভর্তি রোগীর অবস্থান থেকে পাথরঘাটা উপজেলা দ্বিতীয় স্থানে রয়েছে।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এখন পর্যন্ত ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২৩২ জন। এছাড়াও আমতলীতে ৪৯, বেতাগী ৪০, বামনায় ১৩৭ এবং তালতলীতে ৭৮ জন আক্রান্ত রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। তবে জেলায় আক্রান্ত সব রোগীর মধ্যে বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৮৪৮ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, আমাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো চিকিৎসা সেবায় সক্ষমতা অর্জন করেছে। আর একারণেই আক্রান্ত রোগীর বেশি অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের মধ্যে কিছু জটিলতা নিয়ে যারা ভর্তি হয় তাদের চিকিৎসার সুযোগ সুবিধা শুধু বরগুনা জেনারেল হাসপাতালই নয় বাংলাদেশের কোনো হাসপাতালেই নেই।

তবে আমাদের ওই জটিল রোগীদের সেবা দেওয়ার জন্য বরগুনা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা যদি আরেকটু বাড়ানো যায়, বিশেষ করে আইসিইউ সুযোগ সুবিধা যুক্ত হয় তাহলে আমরা জটিল রোগীদেরও চিকিৎসা দিতে পারব। 

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ঢাবিতে ভাসমান কিছু থাকবে না, এটা মেনে নেওয়া যাবে না : জাহেদ উর রহমান Nov 05, 2025
img
প্রথম প্রেমের বিষয়টাই খুব মধুর এবং সুন্দর: কমলিকা ব্যানার্জি Nov 05, 2025
img
দায়িত্ব পাওয়ার ৩ ঘণ্টার পরই ‎পদত্যাগ করলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার Nov 05, 2025
img
সর্বমিত্রের মাস্তানি আসলে শিবিরের মাস্তানি : জাহেদ উর রহমান Nov 05, 2025
img
সব অভিমান ভুলে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো: বিএনপি প্রার্থী Nov 05, 2025
img
গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এরশাদ উল্লাহ'র সহযোগী সরোয়ার বাবলা Nov 05, 2025
img
খুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিদর্শনে জয়া আহসান ও ইউএনডিপির শুভেচ্ছা দূত Nov 05, 2025
img
দেশজুড়ে এক মাসে ১৮ জেলায় কনসার্ট অ্যাশেজের Nov 05, 2025
img
সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে ভারত Nov 05, 2025
img
মামদানিকে শুভেচ্ছা জানালেন লন্ডনের মেয়র সাদিক খান Nov 05, 2025
img
প্রতিবাদী ও বুদ্ধিজীবী আলোচনা বিনোদনের আড়ালে: কৌশিক সেন Nov 05, 2025
img
দুর্দান্ত পারফরম্যান্সে টেস্ট দলে জায়গা পেলেন পান্ত Nov 05, 2025
img
লামিনে ইয়ামাল রিয়ালে মাদ্রিদে খেলার অযোগ্য: ইভান জামোরানো Nov 05, 2025
img
সর্ব মিত্রকে ট্রায়ালে ফেলবেন না : জুমা Nov 05, 2025
img
জাতীয় সংসদের অর্ধেক আসনের দাবি নারী নেত্রীদের Nov 05, 2025
img
জনসমর্থনে শীর্ষ ১০ এর ভিতর না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক রহমান Nov 05, 2025
img
বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন কোচ হান্সি ফ্লিক! Nov 05, 2025
img
কিছুক্ষণ পরই আকাশে দেখা দেবে ‘সুপারমুন’ Nov 05, 2025
img
রিমান্ডে সেই বুয়েট ছাত্র শ্রীশান্ত Nov 05, 2025
img
সার্ভার ত্রুটির কারণে নভেম্বরের এমপিও আবেদনের সময়সীমা বাড়াল মাউশি Nov 05, 2025