যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন
প্রবাসে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন (ইসি)। যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, পাঁচটি দেশে ভোটার তালিকা তৈরির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জনবল নির্ধারণ, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এর আগে শুধু লস অ্যাঞ্জেলেসে অনুমতি থাকলেও এখন নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিসহ যেখানে বাংলাদেশ মিশন আছে, সেখানে নিবন্ধন চালু করা হবে। নিউইয়র্কে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি থাকায় সেখানে বিশেষ আগ্রহ দেখা গেছে।
হুমায়ুন কবীর আরও জানান, এখন পর্যন্ত নয়টি দেশে ৪৮ হাজার ৮০টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার প্রবাসীর বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে এবং ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ৯ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও ওমানে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম চালুর লিখিত সম্মতি দেওয়া হয়।
বর্তমানে ৯টি দেশে (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা) ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম চালু রয়েছে। নতুন পাঁচ দেশ যুক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়াল ১৪টি। ইসির পরিকল্পনায় রয়েছে মোট ৪০টি দেশে এ কার্যক্রম বিস্তারের।
চিঠিতে বলা হয়েছে, বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, গ্রিস, স্পেন, জার্মানি, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস এই সব দেশে ধাপে ধাপে নিবন্ধন চালু করার প্রস্তুতি রয়েছে।
ইসি জানায়, অগ্রাধিকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফ্রান্স ও মিশরসহ কয়েকটি দেশে দ্রুত নিবন্ধন কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষা।
এমকে/টিকে