ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল চরিত্রে অভিনয় করে দীর্ঘদিনের জনপ্রিয়তা পাওয়া মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়েছে। মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে একটি মামলা করেন মো. রাশিদা আক্তার নামের এক গার্মেন্টস কর্মী। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে। এ মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।
তবে এই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ডিপজল নিজেই। তার ভাষায়, মামলাকারী নারী আগে তার এক ভক্ত হিসেবে সাহায্য নিতে এসেছিলেন। পরে সেই নারী তার বিরুদ্ধপক্ষের সঙ্গে যুক্ত হয়ে অভিযোগ এনেছেন বলে দাবি করেন এই অভিনেতা।
মামলার আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল এক ভিন্ন চিত্র। ডিপজল বর্তমানে রয়েছেন ভারতে। গতকাল তিনি একাধিক ভিডিও প্রকাশ করেছেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে—স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের সঙ্গে বিমানবন্দরে বসে আছেন তিনি। পরের একটি ভিডিওতে জানালেন, ‘আজ হাওড়া ব্রিজে আছি এখন’। ভিডিওতে দেখা যায়, কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজের ওপর দিয়ে গাড়িতে চলছেন ডিপজল এবং ব্রিজ নিয়ে মন্তব্য করছেন তিনি।
এদিকে, রাজনীতিতেও সক্রিয় ছিলেন এই অভিনেতা। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি। তবে মনোনয়ন না পেলেও ক্ষমতাসীন দলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেছে তাকে।
এরপর গত বছরের শেষদিকে আলোচনায় আসেন আরেক প্রেক্ষাপটে—বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত একটি পোস্টারে বিএনপির ব্যানারে তার ছবি দেখা যায়। সেই পোস্টারে ডিপজলের মাথার ওপরে ছিল বিএনপির লোগো এবং নেতাদের ছবি—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান।
বর্তমানে মামলার প্রেক্ষাপট ও তার সাম্প্রতিক ভ্রমণ ঘিরে আবারও আলোচনায় এই খল অভিনেতা।
ইউটি/টিএ