জয়পুরহাটে নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় অবস্থিত নার্সিং ইনস্টিটিউটে এ ঘটনা ঘটেছে।
তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার খবরে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইনস্টিটিউট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড এলাকায় তারে আগুন লাগে। একটু পরপর বৈদ্যুতিক বোর্ড এলাকায় আগুনের ফুলকি দেখা দেয় এবং তীব্রভাবে আগুন জ্বলে ওঠে। পরে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। কিছু শিক্ষার্থী সেখান থেকে দ্রুত নিচে নেমে আসেন। জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আকলিমা খাতুন গণমাধ্যমকে বলেন, আমি নার্সিং ইনস্টিটিউট থেকে বাসায় যাচ্ছিলাম। বাসায় পৌঁছার আগেই খবর পাই ইনস্টিটিউটে আগুন লেগেছে। আমি সাথে সাথে চলে আসি। আগুনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে।
তিনি বলেন, ইনস্টিটিউটের সিঁড়ির নিচে বৈদ্যুতিক বোর্ড আছে। সেখানে আগুন লাগে। পরে আগুন নেভানো হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসেছেন। তারা বৈদ্যুতিক বোর্ড ভালোভাবে দেখেছেন।
পিএ/টিএ