অভিনত্রী জয়া আহসান অভিনীত ইরানি সিনেমা ‘ফেরেশতা’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। চলতি মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে ‘ফেরেশতে’ মুক্তির। পাশাপাশি স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি দেয়ার অফিশিয়াল আলোচনা চলছে।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে মুক্তির নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’। সিনেমাটি ৩ বছর আগে নির্মিত। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনীতে সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মিত এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহপ্রযোজকের দায়িত্বেও ছিলেন জয়া আহসান। সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।
ইএ/টিকে