বলিউডের আলোচিত অ্যাকশনধর্মী ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি’ এবার ফিরছে ভিন্ন আবহে। এবার আর পারিবারিক দর্শকের জন্য নয়, চতুর্থ কিস্তি ‘বাঘি ৪’ আসছে অন্ধকার ও রক্তাক্ত গল্প নিয়ে। রনি চরিত্রে আবারও ফিরছেন টাইগার শ্রফ। তবে তার বিপরীতে এবার দাঁড়াবেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। ছবিতে আরও আছেন সোনম বাজওয়া এবং মিস ইউনিভার্স ২০২১ হারনাজ কৌর সান্ধু। হারনাজ এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটাচ্ছেন।
ট্রেলারে দেখা যায়, রনির জীবনে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। তার প্রেমিকা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কিন্তু তাকে বোঝানো হয়, এই প্রেমিকা আদৌ কোনোদিন তার জীবনে ছিল না। এই মনস্তাত্ত্বিক বিভ্রান্তিই রনিকে ঠেলে দেয় সঞ্জয় দত্তের চরিত্রের বিরুদ্ধে এক ভিন্ন লড়াইয়ে।
চলচ্চিত্রপ্রেমীরা ইতিমধ্যেই খেয়াল করেছেন, কাহিনির গড়ন অনেকটা মিলছে ২০১৩ সালের তামিল ছবি ‘আইন্দু আইন্দু আইন্দু’-এর সঙ্গে। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে ‘বাঘি’ সিরিজের আগের তিন কিস্তিই দক্ষিণ ভারতীয় ছবির রিমেক ছিল। প্রথমটি বানানো হয় তেলুগু ছবি ‘বর্ষম’ অবলম্বনে, দ্বিতীয়টি ছিল ‘ক্ষণম’-এর রিমেক, আর তৃতীয়টি তৈরি হয় তামিল ছবি ‘ভেট্টাই’-এর আদলে। ফলে দর্শকদের ধারণা, চতুর্থ ছবিটিও সেই ধারা অনুসরণ করছে।
আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘বাঘি ৪’। তবে ছবির যাত্রা সহজ নয়। কারণ একই দিনে মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ এবং হলিউড হরর ‘দ্য কনজিউরিং: লাস্ট রাইটস’। তাই দিনটিকে ঘিরে গড়ে উঠছে বছরের অন্যতম বড় বক্স অফিস যুদ্ধ।
এমকে/এসএন