বলিউডে নতুন জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর যেন ঝড় তুলেছেন বক্স অফিসে। তাঁদের সর্বশেষ ছবি ‘পরম সুন্দরী’ মুক্তির প্রথম দিনেই বিদেশি বাজারে আয় করেছে চার লাখ মার্কিন ডলারেরও বেশি। এটি দুজনের ক্যারিয়ারের সর্বোচ্চ আন্তর্জাতিক হিন্দি ওপেনার হিসেবেই রেকর্ড গড়েছে।
২৯ আগস্ট ২০২৫ সালে ছবিটি মুক্তি পেয়েছে বিশ্বের ৭০টিরও বেশি দেশে, দেড় হাজার প্রেক্ষাগৃহে। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি হাউজফুল শো আর দর্শকের উচ্ছ্বাসে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, সপ্তাহান্তে ছবিটির আয় আরও ৩০ শতাংশ বাড়বে, শনিবারেই শুধু যুক্ত হবে প্রায় ৫ কোটি রুপি।
দর্শকের কাছে ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে সিদ্ধার্থ ও জাহ্নবীর রসায়ন। তাঁদের রঙিন রোমান্স, উজ্জ্বল ভিজ্যুয়াল, উৎসবমুখর সুর আর কেরালার মনোরম লোকেশন একে বানিয়েছে সত্যিকারের বিনোদনমূলক ছবি। গানগুলো ইতোমধ্যেই ভাইরাল, যা ছবির জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে।
বিদেশে ছবিটি পরিবেশনার দায়িত্বে ছিল মারুধর এন্টারটেইনমেন্ট। বাণিজ্যিক দিক থেকে ‘পরম সুন্দরী’ প্রমাণ করেছে, কাহিনি, সুর আর সংস্কৃতিতে ভর করে তৈরি ভারতীয় ছবি এখনও বিশ্বজুড়ে দর্শকের মন জয় করছে।
এমকে/এসএন