ভারতের সিনেমা ও আন্তর্জাতিক ক্রীড়াজগতের এক ঐতিহাসিক মেলবন্ধনের সাক্ষী থাকল বিশ্ব। উইম্বলডনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় এক ব্যতিক্রমী শ্রদ্ধা জ্ঞাপন দেখা গেল দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে। তাদের পোস্টে প্রকাশ পেয়েছে টেনিস তারকা ইয়ানিক সিনার-এর একটি ছবি, যেখানে ট্রফি হাতে তাঁর ভঙ্গিমা যেন হুবহু মিল রাখে ‘জননায়গন’ ছবির টিজারে বিজয়ের অমর সেই দাঁড়িয়ে থাকা ভঙ্গির সঙ্গে।
ছবিটির ক্যাপশনে লেখা- “The First Roar”, যা অনিরুদ্ধ সঙ্গীতায়োজিত টিজারের জনপ্রিয় ট্যাগলাইন। শুধু দক্ষিণী নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে এমন আন্তর্জাতিক স্বীকৃতি সত্যিই বিরল।
উইম্বলডনের মঞ্চ থেকে এর আগে শুধু একবারই ভারতীয় সিনেমাকে সম্মান জানানো হয়েছিল-সেটিও ছিল দারুণ চর্চিত মুহূর্ত, যখন জোকোভিচের সঙ্গে তুলনা টানা হয়েছিল ‘পুষ্পা ২’-এর আল্লু অর্জুনের স্টাইলের।
তবে থালাপতি বিজয়ের ক্ষেত্রে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ। কারণ ‘জননায়গন’ শুধু একটি সিনেমা নয়, এটি বিজয়ের চলচ্চিত্র জীবনকে বিদায় জানানোর গল্প। রাজনীতিতে পূর্ণমাত্রায় প্রবেশের আগে এটি তাঁর শেষ অভিনীত ছবি। সুতরাং এই সম্মান শুধু একজন অভিনেতাকে নয়, বরং ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির এক পর্বকে বিদায় জানানোর মুহূর্ত হিসেবেও ধরা হচ্ছে।
২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘জননায়গন’। থালাপতির রাজনৈতিক উত্থানের ঠিক প্রাক্কালে এই ছবি শুধু বক্স অফিস নয়, রাজনৈতিক প্রেক্ষাপটেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই ছবিতে থাকছে উচ্চমানের কাস্টিং, আবেগঘন গল্প ও বিদায়বেলার স্টেটমেন্ট। আর উইম্বলডনের এই স্বীকৃতি যেন আগেই জানিয়ে দিল, এই ছবি শুধুই বিদায় নয়-এ এক ঐতিহাসিক শুরুর জানানও।
টিকে/