প্রেম, আবেগ আর ক্যাফেতে কফির কাপ হাতে দু’জন মানুষের ভেতরের নীরব সংলাপ-এভাবেই নিজেদের জানান দিল নতুন রোমান্টিক ছবি ‘প্রেমান্তে’। সদ্য প্রকাশিত ফার্স্ট লুকেই মন জয় করে নিচ্ছে এই সিনেমা। পোস্টারে দেখা গেল প্রিয়দর্শী ও আনন্দীকে এক নিঃশব্দ কিন্তু উষ্ণ মুহূর্তে। ভালোবাসার গল্প বলার নতুন ভঙ্গি যেন ঠিক এখান থেকেই শুরু।
এই ছবি দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে নবীন পরিচালক নভনীত শ্রীরামের। আর প্রথম লুক উন্মোচন করেছেন তেলুগু তারকা নাগা চৈতন্য, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উষ্ণতা ছড়াতে শুরু করেছে।
‘কোর্ট’-এর মতো সমালোচকপ্রিয় সিনেমায় অভিনয়ের পর প্রিয়দর্শী এবার ভিন্ন স্বরে, ভিন্ন ছন্দে ফিরছেন। এখানে তিনি এক চমৎকার, হালকা মেজাজের চরিত্রে, যা দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে। আনন্দী, যিনি ইতিমধ্যেই দক্ষিণী ছবিতে নিজের অবস্থান গড়েছেন, এখানে প্রিয়দর্শীর বিপরীতে এক মিষ্টি অথচ গভীর উপস্থিতি নিয়ে এসেছেন।
ছবিতে আরও রয়েছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব সুমা কানাকালা, যাঁর চরিত্রটিও গুরুত্বপূর্ন মোড় তৈরি করবে বলে জানা যাচ্ছে।
চিত্রগ্রহণে আছেন বিশ্বনাথ রেড্ডি, যাঁর ক্যামেরায় এই সিনেমার প্রতিটি অনুভূতি জীবন্ত হয়ে উঠবে বলে আশা করা যায়। সংগীত পরিচালনা করছেন লিওন জেমস, যাঁর সুরে ইতিমধ্যেই শোনা যাচ্ছে রোমান্স ও উচ্ছ্বাসের ছায়া।
ছবিটির প্রযোজনা করেছেন পুস্কুর রাম মোহন রাও ও জানভি নারাং। প্রেজেন্ট করছেন রানা ডাগ্গুবাতির স্পিরিট মিডিয়া। পুরো টিমের লক্ষ্য একটি সোজাসাপ্টা অথচ হৃদয়ছোঁয়া প্রেমের গল্প বলা, যেখানে অনুভবই মুখ্য, চমক নয়।
এই ছবি শুধু একটি রোম্যান্টিক কমেডি নয়, বরং নতুন পরিচালকের চোখে, নতুন যুগলের কেমিস্ট্রিতে গল্প বলার এক নান্দনিক প্রয়াস। ‘প্রেমান্তে’ যেন সেই নিঃশব্দ অথচ স্থায়ী ভালোবাসার গল্প, যেটা আমরা সবাই একবার করে খুঁজে ফিরি।
টিকে/