লন্ডনে ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ের নানা মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। এই ছবিতে সুপারস্টার দেবের লুক ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। সোশাল মিডিয়ায় শুটিংয়ের নানা মুহূর্তের ছবি ভাগ করেও নিয়েছেন তিনি। তবে এবার শুধু শুটিং নয় শুটিংয়ের পাশাপাশি পরিবারকেও কিন্তু সময় দিতে ভোলেননি তিনি। সপরিবারে উড়ে গিয়েছেন লন্ডন ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ে। মা-বাবার সঙ্গে তাঁর ‘লন্ডন ডায়েরি’র নানা ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন নেটিজেনরা। এবার লন্ডন ছেড়ে স্কটল্যান্ডে যাওয়ার পালা। সোশাল মিডিয়ায় মঙ্গলবার পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন দেব। আর সেখানে ক্যাপশনে লিখেছেন, নিজের ছবির জনপ্রিয় সংলাপের মতোই, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, অ্যাকশন পরে হবে’। তাহলে কি লন্ডনে শুটিংয়ের পর্ব শেষ ‘প্রজাপতি ২’ ছবির? এবার কি স্কটল্যান্ডে হবে ছবির বাকি অংশের শুটিং? তা যদিও খোলসা করেননি তিনি। তবে এই ছবির সিক্যুয়েলের জন্য বহুদিন ধরে মুখিয়ে রয়েছেন দেবভক্তরা। তবে দেব যদিও এখন ব্যস্ত মা-বাবাকে বিদেশের আনাচকানাচ ঘুরিয়ে দেখাতে।

উল্লেখ্য, চলতি বছরের সরস্বতী পুজোতেই এই ছবির সিক্যুয়েলের ঘোষণা করেছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। তেইশে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল।
‘প্রজাপতি’ সিনেমায়ে বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা। জোরকদমে চলছে এই ছবির শুটিং।
এমকে/টিএ