সাইফের প্রথম ছবির নায়িকা ছিলেন। এ বার ছেলে ইব্রাহিমের সঙ্গে কাজ করার অনুভূতি জানালেন তিনি। পাশপাশি বাবা-ছেলের অমিল নিয়ে মুখ খুললেন কাজল।
সাইফ-পুত্র ইব্রাহিম কেমন ছেলে জানালেন কাজল।
বাবা এবং দিদির মতো তিনিও অভিনেতা হওয়ার দৌড়ে শামিল হতে চলেছেন। তাঁকে সুযোগ দিয়েছেন বলিউডে তারকা সন্তানদের ‘মাসিহা’ করন জোহর। ‘ধার্মা প্রোডাকশনস্’ প্রযোজিত এই ছবি পরিচালনা করেছেন বোমান ইরানির পুত্র কায়োজ়ে ইরানি। ছবির নাম, ‘সরজ়মিন’। খবর, মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীর গল্পের প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য বেঁধেছেন নির্মাতারা। গত বছর থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন ইব্রাহিম। এ বার অবশেষে বড় পর্দায় আসতে চলেছেনসাই ফ-পুত্র। এই ছবিতে ইব্রাহিমের সঙ্গী কাজল।
ইব্রাহিমের বাবাসাই ফের সঙ্গে কাজ করেছেন কাজল।সাই ফের প্রথম ছবির নায়িকা ছিলেন। এ বার ছেলের সঙ্গে কাজ করার অনুভূতি জানালেন অভিনেত্রী। পাশপাশি বাবা-ছেলের অমিল নিয়ে মুখ খুললেন কাজল।
গত কয়েক বছরে এক ঝাঁক তারকা-সন্তানের অভিষেক হচ্ছে বড় পর্দায়। প্রায় সকলকেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। সেই তালিকায় নয়া সংযোজন ইব্রাহিম। সর্ব ক্ষণই তাঁদের রাখা হচ্ছে আতস কাঁচের তলায়। তাই কাজল প্রথম অনুরোধ করেন এই ছেলেমেয়েদের এতটা সমালোচনা না করতে। যদিও ইব্রাহিম যে তাঁর বাবার তুলনায় অনেক বেশি চুপচাপ সে কথাই জানান কাজল। এমনকিসাই ফের তুলনায় নাকি অনেক বেশি গোছানো।
কাজলের কথায়, ‘‘ইব্রাহিমকে দেখতে অসম্ভব সুন্দর। সেটা ওর পরিবার সূত্রে পাওয়া।সাইফ মানুষ হিসেবে অনেকে বড় মনের। ওরা দু’জনেই ক্যামেরাকে ভালবাসে। তবে আমার বিশ্বাস ইব্রাহিম খুব ভাল কিছুই করবে।’’
এমকে/টিএ