সিরিজে প্রথমবার একাদশে জায়গা পেয়েই বাজিমাত করে দিয়েছেন শেখ মেহেদী। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জয়ের পাশাপাশি তিনি ভেঙে দিয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংয়ের ১৩ বছরের পুরনো এক রেকর্ড।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সফরকারী দলগুলির বোলারদের মধ্যে এতদিন সেরা পারফরম্যান্স ছিল হরভজনের। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বোর এই মাঠে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনার। গতকাল বুধবারের ম্যাচে মেহেদী তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।
তবে লঙ্কান বোলারদের মধ্যে প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে সেরা বোলিং পারফরম্যান্স ওয়ানিন্দু হাসারাঙ্গার। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কার এই স্পিন অল-রাউন্ডার ২০২১ সালে ভারতের বিপক্ষে মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তার সেই রেকর্ড অক্ষতই রইল।
প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। গতকাল শেখ মেহেদীর বোলিং তোপে পড়ে ৭ উইকেটে ১৩২ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে তানজিদ হাসান তামিমের আগ্রাসী ফিফটি আর অধিনায়ক লিটন দাসের কার্যকর ইনিংসে ৮উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।
ইউটি/টিএ