পঞ্চগড় সদর ও বোদা উপজেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।
এরপর বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিজিবি সদস্যরা ২৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এর মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানায় এবং ১৭ জনকে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের নড়াইল ও বাগেরহাট জেলায়। পুলিশ জানিয়েছে, তাদের নিরাপদ আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ‘সময় সংবাদ’কে বলেন, ‘সীমান্তে পুশইন হওয়া ৬ জনকে বিজিবি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে থানায় হস্তান্তর করেছে। তাদের নাম-ঠিকানা যাচাই এবং স্বাস্থ্যগত ঝুঁকির দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ‘মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন হওয়া বাংলা ভাষাভাষী ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের নাম ও ঠিকানা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘বিএসএফ পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে। বিজিবির টহল দল তাদের আটক করে। এর মধ্যে একজন সঠিকভাবে নিজের পরিচয় দিতে না পারায় তার ব্যাপারে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
এমকে/টিএ