এদেশে যা কিছু মহান অর্জন তা বিএনপির হাতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে ছাত্রদলের আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন- ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা নতুন করে স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়ন করি নতুন করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য।’ তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের ফোকলা হয়ে যাওয়া অর্থনীতি কীভাবে টেনে তোলা যায়।
তিনি বলেন, আপনারা গর্ব করতে পারেন-এদেশে যা কিছু মহান অর্জন হয়েছে, তা হয়েছে বিএনপির হাতে। কারণ, ১৯৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতা যিনি ঘোষণা করেছেন, তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। আপনারা গর্ব করতে পারেন, একদলীয় শাসনব্যবস্থা-বাকশাল থেকে টেনে সামনে এনে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো, একটা বহুদলীয় গণতন্ত্র যে করা হলো, তা করেছেন জিয়াউর রহমান।
সংবাদপত্রগুলোকে স্বাধীন করেছেন। সব বন্ধ করেছিল শেখ মুজিবুর রহমান, ৪টি ব্যতীত। একথা বারবার বলতে হবে, ওই ফ্যাসিস্টরা এভাবেই দেশকে গোলাম বানাতে চায়।
টিকে/