ভারতের অন্যতম সমৃদ্ধ রাজ্য মহারাষ্ট্রে হিন্দি ও মারাঠি ভাষা নিয়ে চলমান বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র সরকার মারাঠি ও ইংরেজি মাধ্যম স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিলে এই বিতর্ক আরও জোরালো হয়।
ভারতীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় নাগরিক সমাজ, ভাষা আন্দোলনকর্মী এবং বিরোধী নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তাদের অভিযোগ-সরকার উত্তর ও মধ্য ভারতের প্রধান ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এই বিতর্কে নিজেদের মতামত প্রকাশ করছেন বলিউড তারকারাও। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী রেণুকা সাহানে। একজন মারাঠি হিসেবে নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হলেও তিনি মারাঠিভাষী নন এমন মানুষের ওপর সহিংসতা চালানোর তীব্র বিরোধী।
এক পডকাস্টে রেণুকা সাহানে বলেন, ‘যদি আপনি দীর্ঘ দিন ধরে কোনো জায়গায় থাকেন, তবে সেখানকার স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে বোঝা এবং সর্বোপরি সেটিকে সম্মান করা অত্যন্ত জরুরি।’
‘এটি কেবল কথা বলার জন্য নয়, সম্মান জানানোটাও গুরুত্বপূর্ণ। যারা স্থানীয় ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে না, তাদের আমি পছন্দ করি না।’
তবে একইসাথে তিনি সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। রেণুকার কথায়, ‘আমি সহিংসতা মোটেও পছন্দ করি না। এই সব বিষয় নিয়ে মানুষের অভদ্র আচরণও আমার অপছন্দ। এমন কোনো জায়গায় গিয়ে, যেখানে মারাঠি ভাষা বলাই হয় না, সেখানে দু’-তিন জনকে চড় মারা। এটা ভাষার কোনো উপকারে আসবে না।’
টিকে/