বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দাপুটে শুরু, সাউথ আফ্রিকাকে হারাল ১৩০ রানে

জাওয়াদ আবরার, রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহর হাফ সেঞ্চুরিতে তিনশর কাছে পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচে জিততে সেটাই যথেষ্ঠ হয়ে উঠে ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলামদের বোলিংয়ে। মোহামেদ বুলবুলিয়ার হাফ সেঞ্চুরির পরও তাদের দুজনের বোলিংয়ে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ১৩০ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেলেন বাংলাদেশের যুবারা।

জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। তাদের হয়ে সর্বোচ্চ ৭৯ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বুলবুলিয়া। এ ছাড়া পল জেমস ২৪ ও ড্যানিয়েল বসম্যান ১৭ রান করেছেন। সাউথ আফ্রিকাকে ১৫৫ রানে গুটিয়ে দেয়ার দিনে ইমন ও স্বাধীন তিনটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন ও দেবাশীষ সরকার।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ইনিংসের সপ্তম ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বেসনের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়ে ফিরেছেন রিফাত। ১৬ রান করে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। তবে শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিলেন জাওয়াদ। পাওয়ার প্লে আর কোন উইকেট না হারিয়ে ৫৬ রান তোলে সফরকারীরা। তিনে নেমে দেখেশুনে খেলতে থাকেন আজিজুল হাকিম তামিম।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা জাওয়াদ হাফ সেঞ্চুরি পেয়েছেন সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও। বান্দিলে এমবাতার ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে চার মেরে ৪২ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ওপেনার। চার বলের ব্যবধানে তিন চার মেরে বাংলাদেশের রান একশ পার করেছেন জাওয়াদ। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন জেসন রোলেস। বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন আজিজুল হাকিম। ২৬ রান করা বাংলাদেশ অধিনায়কের বিদায়ে ভাঙে ৮২ রানের জুটি।

রিজান ও জাওয়াদ মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। দারুণ ব্যাটিং করলেও ৭০ রানের ইনিংস খেলে ফিরতে হয় জাওয়াদকে। পরবর্তীতে বাংলাদেশের হাল ধরেন রিজান ও মোহাম্মদ আব্দুল্লাহ। ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজান। পঞ্চাশ ছোঁয়ার পরই অবশ্য ফিরতে হয়েছে তাকে। ড্যানিয়েল বসম্যানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট হওয়া ডানহাতি ব্যাটার ৪২ রান করেছেন। রিজানের বিদায়ে ভাঙে আব্দুল্লাহর সঙ্গে ৯৩ রানের জুটি।

একটু পর ৬৪ বলে হাফ সেঞ্চুরি করেন আব্দুল্লাহও। শেষের দিকে দ্রুত রান তোলার চেষ্টায় ফিরতে হয়েছে তাকে। জেজে বেসনের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ৬৩ রানের ইনিংস খেলে। বাকিদের কেউই সেভাবে কিছু করতে পারেননি। তিন হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার হয়ে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন বেসন। একটি করে উইকেট পেয়েছেন এমবাতা ও রোয়েলস।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
১ পেটাবাইট প্রতি সেকেন্ড! ইন্টারনেট গতিতে বিশ্বকে চমকে দিল জাপান Jul 18, 2025
img
ফ্যাসিস্ট আ. লীগ সরকার পতনের মহানায়ক তারেক রহমান: আনিসুল হক Jul 18, 2025
img
মুগ্ধের শেষ অনুরোধ স্মরণে অদম্য বাংলায় কালো কাপড় পরাবেন শিক্ষার্থীরা Jul 18, 2025
img
ম্যাচ পাতানোর অভিযোগে ইউরোপ থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ আর্সেনাল Jul 18, 2025
img
টাকা নয়, বিবেকের জয়! অটোরিকশায় পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন চালক Jul 18, 2025
img
তৈরি পোশাক খাতে কর ছাড়: তুলাসহ কাঁচামালে উৎসে কর শূন্য Jul 18, 2025
img
রংপুরের ‘অর্জন’ ভাস্কর্য থেকে মুজিবের ছবি মুছে দিলেন ‘জুলাই যোদ্ধারা’ Jul 18, 2025
এই দেশে যত মহান অর্জন, সব বিএনপির হাত ধরেই এসেছে Jul 18, 2025
গোপালগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি Jul 18, 2025
ছাত্রদলের পক্ষ থেকে যে চ্যালেঞ্জ দিলেন শিবিরকে! Jul 18, 2025
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ Jul 18, 2025
গোপালগঞ্জে জুলাই যো/দ্ধা/দের উপরে হামলার প্রতিবা/দে বরিশাল জামায়াতের বিক্ষোভ Jul 18, 2025
আমরা মারা গেলে কেউ না কেউ আবার উঠে আসবে: হাসনাত Jul 18, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 18, 2025
‘এনসিপির অপরিকল্পিত কর্মসূচির কারনেই ফ্যাসিবাদী শক্তি হামলা করছে’ Jul 18, 2025
গোপালগঞ্জে হামলার ঘটনা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র : ফারুক Jul 18, 2025
img
বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তা গোপালগঞ্জে বদলি Jul 18, 2025
img
মৌসুমী বৃষ্টিতে পাকিস্তান বিপর্যস্ত, বাড়ছে মৃতের সংখ্যা Jul 18, 2025
img
বিচার বিভাগে সংস্কার থামাতে পারে আমলাতান্ত্রিক জটিলতা: রেফাত আহমেদ Jul 18, 2025
img
সংবিধান হবে বাংলাদেশের সব নাগরিকের : তাসনিম জারা Jul 18, 2025