সুনামগঞ্জের মধ্যনগরে কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মহানায়ক তারেক রহমান। তিনি ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ নির্যাতন ও জুলুমের শিকার হয়েও দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যেভাবে ধারাবাহিক ও পরিকল্পিত আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন নতুন বাংলাদেশে আজকের প্রেক্ষাপট তারই ফল।
আনিসুল হক আরও বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যকার বৈঠকের পর নির্বাচনের সময় ঠিক হয়েছে। সে অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশজুড়ে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এবং ওই নির্বাচনে দেশের আপামর জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। মধ্যনগর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহাগ মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দীন, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, যুগ্ম আহ্বায়ক বাপ্পী হাসান প্রমুখ।
শেষে জনসভায় উপস্থিত লোকজনের মাঝে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এর আগে উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা জনসভাস্থলে এসে জড়ো হন।
এফপি/টিএ