সমাবেশে নেতাকর্মীদের আনতে ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশে নেতাকর্মীদের আনতে ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেন রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে একবার করে চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ সুপারিন্টেনডেন্ট-১ আরফিন নাহার এবং বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত ভিন্ন তিনটি চিঠিতে এইসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির চিঠির আলোকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য ১৮ জুলাই রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানো এবং ১৯ জুলাই রাতে ঢাকা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দ জন্য অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন হতে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা (লোড ১৪/২৮) স্পেশাল ট্রেন পরিচালনা করা যেতে পারে। উল্লেখিত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এতে সিএমই (পশ্চিম) রাজশাহীর মতামত রয়েছে বলেও জানানো হয়৷

প্রস্তাবিত স্পেশাল ট্রেনের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে ট্রেনটি ১৯ জুলাই (শুক্রবার দিবাগত) রাত ১টায় রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ৬টায়। শনিবার রাত ৮টায় ঢাকা ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে। এই অবস্থায় এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে বলেও চিঠিতে জানানো হয়।

আরেক চিঠিতে বলা হয়, ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ৯টায়। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে ভোররাত ৩টা ৩০ মিনিটে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার প্রস্তাবনাটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।

এদিকে শনিবারের ওই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

কেএন/এসএন


Share this news on:

সর্বশেষ

img
হুমায়রার মৃত্যু স্বাভাবিক নয়, দাবি পরিবারের Jul 18, 2025
img
সামনে আরেকটি লড়াই আসছে: নাহিদ ইসলাম Jul 18, 2025
img
ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের Jul 18, 2025
img
নেপালের বিপক্ষে খেলবেন না হামজা-শমিত Jul 18, 2025
img
বুড়ো রাজনীতিবিদদের মতো আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না: নাহিদ ইসলাম Jul 18, 2025
img
ওয়ানডের বদলে টি-টোয়েন্টি চায় পাকিস্তান, নারাজ ওয়েস্ট ইন্ডিজ Jul 18, 2025
img
শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই: সারজিস আলম Jul 18, 2025
img
টাঙ্গুয়ার হাওরের ‘সুনাম ক্ষুণ্ণ করে’ ফেসবুক পোস্ট, থানায় জিডি Jul 18, 2025
img
কেউ কেউ চোরাই পথে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত: জাহিদ হোসেন Jul 18, 2025
'লো বাজেটের ফিল্মকে সুযোগ দেয়া না হলে ইনজাস্টিস করা হবে' Jul 18, 2025
'লো বাজেটের ফিল্মকে সুযোগ দেয়া না হলে ইনজাস্টিস করা হবে' Jul 18, 2025
'আলী' ছবির 'রোশনি' চরিত্র নিয়ে যা বললেন অভিনেত্রী Jul 18, 2025
সিটি কলেজের সমস্যা নিয়ে মুখ খুললেন শিক্ষার্থীর মা Jul 18, 2025
প্রাথমিক শিক্ষকদের ৪দফা দাবি; শহীদ মিনারে এক হয়েছে পুরো বাংলাদেশ Jul 18, 2025
যে ৫টি কারণে নামাজ কবুল হয় না | ইসলামিক জ্ঞান Jul 18, 2025
img
নিজের পড়ার টেবিলকেও আন্দোলনের ময়দান বিবেচনা করতে হবে : শিবির সভাপতি Jul 18, 2025
img
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ঝড়ের আভাস Jul 18, 2025
img
মুম্বাইয়ে বলিউড অভিনেত্রীর কাতারে জয়া আহসান Jul 18, 2025
img
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনকে আসামি করে মামলা Jul 18, 2025
img
ভিসায় তথ্য জালিয়াতি করলে যুক্তরাষ্ট্র প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা Jul 18, 2025