এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না: নাফিস ইকবাল

লিটন দাসের ব্যাটিং খুব সুন্দর, লিটন যখন ব্যাটিং করেন তখন শুধু দেখতেই ইচ্ছে করে! ছন্দে থাকা লিটনকে নিয়ে প্রায়শই এমন মুগ্ধতার কথা বলেন ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থকরা। ডানহাতি ব্যাটারের ব্যাটিং যত সুন্দর অধারাবাহিক লিটনের ব্যাটিং যেন ঠিক ততোই ‘অসুন্দর’। ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকায় প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় ডানহাতি এই ব্যাটারকে। শ্রীলঙ্কা সফরের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি। নাফিস ইকবাল জানান, এত ট্রল সামলে ছন্দে ফেরাটা লিটনের জন্য সহজ ছিল না।

৫০ ওভারের ক্রিকেটে ছন্দে না থাকায় সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন না ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাশিত পারফর্ম না করেও শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক মেলে তাঁর। যা হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত তাই হয়েছে। সিরিজের প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে শূন্য রানে আউট হয়েছিলেন। রানখরায় থাকা ব্যাটারকে পরের দুই ম্যাচে একাদশেই নেয়নি বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও ভালো হয়নি তাঁর।

অধিনায়ক লিটন দলকে চাপে ফেলে আউট হয়েছিলেন ১১ বলে ৬ রান করে। এমন অবস্থায় সাদা বলের ক্রিকেটে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল। সুযোগ পেয়েও ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনকে নিয়ে ট্রল হয়েছে ব্যাপকহারে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য নিজেকে মেলে ধরেন পুরনো ছন্দে ফিরে। এক চার ও ৫ ছক্কায় ১৫২ স্ট্রাইক রেটে খেলেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস। লিটনের ওমন ইনিংসের দিনে শ্রীলঙ্কাকে ৯৪ রানে গুঁড়িয়ে বড় জয় পায় বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথম বলেই ফেরেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি ওপেনারকে হারালেও ভড়কে যায়নি সফরকারীরা। ৫০ বলে ৭৪ রানের জুটিতে বাংলাদেশকে সামাল দিয়েছেন লিটন ও তানজিদ হাসান তামিম। কামিন্দু মেন্ডিসের বলে আউট হওয়ার আগে খেলেছেন ২৬ বলে ৩২ রানের ইনিংস। নেতৃত্বগুণ, ব্যাট হাতে পারফরম্যান্স ও উইকেট পেছনের কৃতিত্বে সিরিজসেরা হয়েছেন লিটন। দেশে ফেরার পর নাফিস জানান, তাদের আশা লিটন এমন ছন্দ ধরে রাখবেন।

জাতীয় দলের ম্যানেজার বলেন, ‘তার (লিটন দাস) জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ (বাজে ফর্ম) একটা যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে, যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল করা হয়। এভাবে ফিরে আসা সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব, যেন এটা ধরে রাখে।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভালো সময় পার করতে পারছিল না বাংলাদেশ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেননি নাজমুল হোসেন শান্ত। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ হার ও পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। এমন অবস্থায় শ্রীলঙ্কাতেও টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারেন মেহেদী হাসান মিরাজ। এত বাজে সময়ের মাঝে টি-টোয়েনিট সিরিজ জয় ক্রিকেটার ও বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন নাফিস।

তিনি বলেন, ‘আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের ওপর, আমরা যদি সাপোর্ট করি এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারব। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই জয়টা দেশের জন্য, প্লেয়ারদের জন্য বা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের ওপর, আমরা যদি সাপোর্ট করি এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারব।’

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইরানকে পারমাণবিক শক্তি বানাতে চীনের বড় ঘোষণা Jul 18, 2025
img
১ পেটাবাইট প্রতি সেকেন্ড! ইন্টারনেট গতিতে বিশ্বকে চমকে দিল জাপান Jul 18, 2025
img
ফ্যাসিস্ট আ. লীগ সরকার পতনের মহানায়ক তারেক রহমান: আনিসুল হক Jul 18, 2025
img
মুগ্ধের শেষ অনুরোধ স্মরণে অদম্য বাংলায় কালো কাপড় পরাবেন শিক্ষার্থীরা Jul 18, 2025
img
ম্যাচ পাতানোর অভিযোগে ইউরোপ থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ আর্সেনাল Jul 18, 2025
img
টাকা নয়, বিবেকের জয়! অটোরিকশায় পাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন চালক Jul 18, 2025
img
তৈরি পোশাক খাতে কর ছাড়: তুলাসহ কাঁচামালে উৎসে কর শূন্য Jul 18, 2025
img
রংপুরের ‘অর্জন’ ভাস্কর্য থেকে মুজিবের ছবি মুছে দিলেন ‘জুলাই যোদ্ধারা’ Jul 18, 2025
এই দেশে যত মহান অর্জন, সব বিএনপির হাত ধরেই এসেছে Jul 18, 2025
গোপালগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি Jul 18, 2025
ছাত্রদলের পক্ষ থেকে যে চ্যালেঞ্জ দিলেন শিবিরকে! Jul 18, 2025
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ Jul 18, 2025
গোপালগঞ্জে জুলাই যো/দ্ধা/দের উপরে হামলার প্রতিবা/দে বরিশাল জামায়াতের বিক্ষোভ Jul 18, 2025
আমরা মারা গেলে কেউ না কেউ আবার উঠে আসবে: হাসনাত Jul 18, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 18, 2025
‘এনসিপির অপরিকল্পিত কর্মসূচির কারনেই ফ্যাসিবাদী শক্তি হামলা করছে’ Jul 18, 2025
গোপালগঞ্জে হামলার ঘটনা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র : ফারুক Jul 18, 2025
img
বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তা গোপালগঞ্জে বদলি Jul 18, 2025
img
মৌসুমী বৃষ্টিতে পাকিস্তান বিপর্যস্ত, বাড়ছে মৃতের সংখ্যা Jul 18, 2025
img
বিচার বিভাগে সংস্কার থামাতে পারে আমলাতান্ত্রিক জটিলতা: রেফাত আহমেদ Jul 18, 2025