হিন্দি সিনেমার ইতিহাসে এই প্রথম—আসছে সম্পূর্ণ একটি ভ্যাম্পায়ার-কেন্দ্রিক ফিল্ম! ‘THAMA’ নামে এই ছবিকে বলা হচ্ছে বলিউডের প্রথম ভ্যাম্পায়ার সিনেমা, তাও আবার একাধিক এ-লিস্টার তারকাকে নিয়ে। ছবির টিজার মুক্তি পাবে আগামী ১৪ অগাস্ট, ‘War 2’-এর সঙ্গে থিয়েটারে। শুধু তাই নয়, আগস্টের শেষদিকে মুক্তি পাওয়া ‘Param Sundari’ ছবির প্রিন্টেও থাকবে এই টিজার।
আপাতত যা জানা যাচ্ছে, এটি কেবল ভ্যাম্পায়ার গল্প নয়—‘THAMA’ তৈরি হচ্ছে এক ভ্যাম্পায়ার বনাম ওয়্যারউলফ সংঘাতের কল্পলোককে ঘিরে। ছবির ভিজ্যুয়াল, সেট ডিজাইন ও ভিএফএক্স এতটাই চমকপ্রদ, যে ইতিমধ্যেই বলিউডে এই টিজারকে ডাকা হচ্ছে “গেম চেঞ্জার” বলে!
সিনেমাপ্রেমীরা তো বটেই, ইন্ডাস্ট্রির অনেক তারকাও মনে করছেন, এটি হতে চলেছে ভারতীয় সুপারন্যাচারাল ঘরানার এক নতুন অধ্যায়ের সূচনা। 'THAMA' শুধু একটি ছবি নয়, বরং এটি এক জঁর-ডিফাইনিং মোমেন্ট—যেখানে বলিউডে প্রথমবার রক্তপিপাসু ডার্ক ফ্যান্টাসির স্বাদ পেতে চলেছে দর্শক।
ছবির নির্মাতারা যদিও এখনও মুখ খোলেননি কাস্ট ও গল্পের বিস্তারিত নিয়ে, তবে অন্দরমহলে জোর গুঞ্জন—এই ছবিতে রয়েছেন একাধিক সুপারস্টার। দর্শকদের উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে!
এসএন