ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এর প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ভোটে হারিয়ে ‘আটক কেন্দ্রে’ পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের কলেজ স্ট্রিট থেকে শুরু হয় তৃণমূলের প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ দলের শীর্ষ নেতারা। প্রবল বৃষ্টির মধ্যেও হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক হাজির ছিলেন এই মিছিলে।
তৃণমূলের দাবি, শুধু দিল্লি বা আসাম নয়, রাজস্থান, ওড়িশার মতো রাজ্যেও বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে প্রশাসন। অনেককে সীমান্ত পেরিয়ে পুশব্যাক করা হচ্ছে। মমতা আরও বলেন, বিভাজনের রাজনীতি করে বিজেপি। দলটিকে মানুষ আটক কেন্দ্রে পাঠাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ২১ জুলাই শহীদ দিবসের আগে তৃণমূলের এমন প্রতিবাদ কর্মসূচি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
টিকে/