স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলিউডে আসছে এক হৃদয়ছোঁয়া যুদ্ধগাথা—‘১২০ বাহাদুর’। ভারতের ইতিহাসে স্মরণীয় ১৯৬২-র ইন্দো-চীন যুদ্ধের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় মেজর শয়তান সিং ভাটি (PVC)-র চরিত্রে একদম নতুন রূপে দেখা যাবে ফারহান আখতারকে।
ছবির টিজার মুক্তি পাবে ১৪ অগাস্ট, ২০২৫, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন। আর টিজারটি সংযুক্ত থাকবে আলোচিত অ্যাকশন ছবি ‘War 2’-এর সঙ্গে, ফলে একসঙ্গেই দুটি যুদ্ধ-ঝড় দেখতে পাবেন দর্শকরা প্রেক্ষাগৃহে।
চলচ্চিত্রটি শুধু একটি যুদ্ধনির্ভর ছবি নয়, বরং একটি আবেগমথিত অধ্যায়—যেখানে ভারতীয় সেনার ১২০ জন বীর জওয়ান মৃত্যুকে উপেক্ষা করে লড়েছিলেন এক অসম যুদ্ধে। ফারহানের এই চরিত্রটি ‘Lakshya’ ছবির পর তার সেনাবাহিনীর গ্ল্যামার ফিরে পেতে চলেছে আরও বেশি বাস্তবতা, আরও বেশি রুক্ষতা ও সম্মানের আবহে।
মুম্বইয়ে টিজার প্রকাশের জন্য থাকছে এক বড় মাপের ইভেন্ট—যেখানে থাকবেন সেনা কর্মকর্তা, যুদ্ধের নায়ক এবং তারকারা। ছবির অ্যাকশন দৃশ্য শ্যুট হয়েছে আন্তর্জাতিক স্টান্ট টিমের সহায়তায়। এতে থাকবে যুদ্ধের কৌশল, রক্ত, ঘাম আর অসম সাহসের পরিপূর্ণ চিত্রায়ন।
‘১২০ বাহাদুর’ যেন শুধু একটি ছবি নয়—এটি এক ইতিহাস, এক আত্মত্যাগের দলিল। আর এই আত্মত্যাগের রূপকার হয়ে পর্দায় ধরা দেবেন ফারহান আখতার, যাকে এই ভূমিকায় দেখে অনেকেই স্মরণ করবেন সেই 'লক্ষ্য'র দিনে, তবে এবার তিনি আরও বেশি ধারালো, আরও বেশি বীর।
এসএন