মুক্তির আর মাত্র ক’দিন বাকি। অথচ নিজের ১০০ কোটি বাজেটের চলচ্চিত্র 'কিংডম'-এর প্রচারে নেই অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। অবশেষে জানা গেল তার অনুপস্থিতির কারণ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই দক্ষিণী তারকা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিজয়। জ্বর না কমায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
এরপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, কোথায় গেলেন তাদের প্রিয় অভিনেতা? অসুস্থতার কারণেই তিনি সিনেমার প্রচারে অংশ নিতে পারছেন না। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বিজয়। আশা করা হচ্ছে, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হবে। অর্থাৎ, আরও তিনদিন তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হতে পারে।
এদিকে, প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্তরা। এমন গুরুত্বপূর্ণ সময়ে সিনেমার প্রচারে বিজয়ের অনুপস্থিতি অনেকটাই প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে। তবে হাসপাতাল থেকে ফিরেই তিনি আবারও প্রচারের আলোয় ফিরবেন, এমনটাই প্রত্যাশা সবার।
টিএ/