বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দাপুটে শুরু, সাউথ আফ্রিকাকে হারাল ১৩০ রানে

জাওয়াদ আবরার, রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহর হাফ সেঞ্চুরিতে তিনশর কাছে পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচে জিততে সেটাই যথেষ্ঠ হয়ে উঠে ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলামদের বোলিংয়ে। মোহামেদ বুলবুলিয়ার হাফ সেঞ্চুরির পরও তাদের দুজনের বোলিংয়ে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ১৩০ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেলেন বাংলাদেশের যুবারা।

জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। তাদের হয়ে সর্বোচ্চ ৭৯ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক বুলবুলিয়া। এ ছাড়া পল জেমস ২৪ ও ড্যানিয়েল বসম্যান ১৭ রান করেছেন। সাউথ আফ্রিকাকে ১৫৫ রানে গুটিয়ে দেয়ার দিনে ইমন ও স্বাধীন তিনটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন ও দেবাশীষ সরকার।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ইনিংসের সপ্তম ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বেসনের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়ে ফিরেছেন রিফাত। ১৬ রান করে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। তবে শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিলেন জাওয়াদ। পাওয়ার প্লে আর কোন উইকেট না হারিয়ে ৫৬ রান তোলে সফরকারীরা। তিনে নেমে দেখেশুনে খেলতে থাকেন আজিজুল হাকিম তামিম।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা জাওয়াদ হাফ সেঞ্চুরি পেয়েছেন সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও। বান্দিলে এমবাতার ফুলার লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে চার মেরে ৪২ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ওপেনার। চার বলের ব্যবধানে তিন চার মেরে বাংলাদেশের রান একশ পার করেছেন জাওয়াদ। তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন জেসন রোলেস। বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন আজিজুল হাকিম। ২৬ রান করা বাংলাদেশ অধিনায়কের বিদায়ে ভাঙে ৮২ রানের জুটি।

রিজান ও জাওয়াদ মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। দারুণ ব্যাটিং করলেও ৭০ রানের ইনিংস খেলে ফিরতে হয় জাওয়াদকে। পরবর্তীতে বাংলাদেশের হাল ধরেন রিজান ও মোহাম্মদ আব্দুল্লাহ। ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজান। পঞ্চাশ ছোঁয়ার পরই অবশ্য ফিরতে হয়েছে তাকে। ড্যানিয়েল বসম্যানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট হওয়া ডানহাতি ব্যাটার ৪২ রান করেছেন। রিজানের বিদায়ে ভাঙে আব্দুল্লাহর সঙ্গে ৯৩ রানের জুটি।

একটু পর ৬৪ বলে হাফ সেঞ্চুরি করেন আব্দুল্লাহও। শেষের দিকে দ্রুত রান তোলার চেষ্টায় ফিরতে হয়েছে তাকে। জেজে বেসনের দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ৬৩ রানের ইনিংস খেলে। বাকিদের কেউই সেভাবে কিছু করতে পারেননি। তিন হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার হয়ে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন বেসন। একটি করে উইকেট পেয়েছেন এমবাতা ও রোয়েলস।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
গোপালগঞ্জ ইস্যুতে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর Jul 18, 2025
img
ইতিহাস গড়ে আর্সেনালে অলিভিয়া স্মিথ, ভাঙলেন নারী দলবদলের রেকর্ড Jul 18, 2025
img
সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক: এরদোয়ান Jul 18, 2025
img
নো মেকআপ লুকে নেটিজেনদের সামনে ভাবনা Jul 18, 2025
img
পাকিস্তানে ভয়াবহ বন্যা, এক দিনে ৬৩ জনের প্রাণহানি Jul 18, 2025
img
রাজবাড়ীতে এনসিপির মঞ্চে তাসনিম জারা, 'ভাবি ভাবি' স্লোগানে মুখর পথসভা Jul 18, 2025
img
সমাবেশে নেতাকর্মীদের আনতে ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত Jul 18, 2025
img
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত Jul 18, 2025
img
হাঁটুর বয়সী নায়কের সঙ্গে প্রেমে কারিনা! Jul 18, 2025
img
ঢাকায় আজ হালকা বৃষ্টির আভাস Jul 18, 2025
img
যারা মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে, তারা এখন আমাদের দেশ ছাড়তে বলে : ইসহাক Jul 18, 2025
img
আজ মিলবে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট, পাবেন যেভাবে Jul 18, 2025
img
মিষ্টিমুখের পর পাপারাজ্জিদের বিধিনিষেধ জারি সিদ্ধার্থ-কিয়ারার Jul 18, 2025
img
শিরার সমস্যায় ভুগছেন ট্রাম্প: হোয়াইট হাউস Jul 18, 2025
img
ঢাকার সড়কে ম্যারাথন দৌড়ে অংশ নিলেন আসিফ মাহমুদ Jul 18, 2025
img
এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই, যেখানে সবার জন্য ইলেকট্রনিক কার্ড থাকবে : তাসনিম জারা Jul 18, 2025
img
ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৯ Jul 18, 2025
img
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নোয়াখালীতে এনসিপির মশাল মিছিল Jul 18, 2025
img
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ Jul 18, 2025
img
পশ্চিমাদের ওপর হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে : মেদভেদেভ Jul 18, 2025