বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা দেখে বোঝা যায়, এই ফ্যাসিস্টরা সুযোগ পেলে ঢাল-অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করবে না। আমরা সেই বিভৎস চিত্র দেখেছি।
তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় জড়িত সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করেছি। অবশেষে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় দিতে সক্ষম হয়েছি। এর পর থেকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপিসহ সব রাজনৈতিক দল মাঠে একতাবদ্ধভাবে সক্রিয় রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, দুঃখের বিষয়, ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি ও দলের বক্তব্যে আমরা কষ্ট পেয়েছি। তারা তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান দিয়েছেন, তা আমরা আশা করি না। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে ঐক্য ছিল, সেই ঐক্য অব্যাহত রাখতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক সাহাব উদ্দিন সাবু, সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম লিটন এবং যুবদল সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।
এফপি/টিএ