মুক্তির আগে এসে কিছুটা জটিলতায় পড়েছে মোহিত সুরির রোমান্টিক মিউজিক্যাল সাইয়ারা। সেন্সর বোর্ড (সিবিএফসি) ছবিটির একটি ঘনিষ্ঠ দৃশ্য কাটার নির্দেশ দিয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ১০ সেকেন্ড। নতুন মুখ আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি এই দৃশ্যটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেশনের জন্য অনুপযুক্ত বলেই মনে করছে বোর্ড।
ইতোমধ্যেই ছবিটি অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া ফেলেছে—প্রায় ২.৫৯ কোটি টাকার অগ্রিম বুকিং হয়ে গেছে। সুরেলা প্রেমের গল্প, আবেগঘন চিত্রনাট্য আর মোহিত সুরির স্বকীয় নির্মাণশৈলী মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
তবে এই দৃশ্য কর্তনের খবরে নতুন করে কৌতূহল জেগেছে দর্শকমহলে। যদিও বলিউডে এ ধরনের কাটছাঁট নতুন কিছু নয়, তবুও প্রতিবারই তা নতুন করে প্রশ্ন তোলে—শিল্পীসত্তা বনাম নীতিনির্ধারকের দ্বন্দ্ব কতটা যুক্তিসংগত? বিশেষ করে যখন নতুন মুখদের নিয়ে নির্মিত হয় বড় বাজেটের ছবি, তখন সেন্সর বোর্ডের সিদ্ধান্ত অনেক সময় ইন্ডাস্ট্রিতে নানা আলোচনার জন্ম দেয়।
এই ঘটনা ‘সাইয়ারা’-কে ঘিরে তৈরি করেছে বাড়তি আলোচনা। তবে নির্মাতারা আত্মবিশ্বাসী—এই ছোট্ট কাটছাঁট ছবির সামগ্রিক আবেদনকে ছাপিয়ে যাবে না। বরং আবেগ, সঙ্গীত ও নতুন প্রজন্মের রসায়ন দিয়েই ছবি আপন জাদু ছড়াবে।
যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সাইয়ারা ১৮ জুলাই মুক্তি পাচ্ছে, আর শুরুতেই ভালো সংগ্রহের আশায় বুক বাঁধছেন প্রযোজক ও পরিবেশকরা।
এফপি