বলিউডে আসছে এক নতুন ত্রয়ী — শ্রীলীলা, রণবীর সিং ও ববি দেওল! এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও, ইন্ডাস্ট্রির অন্দরে এই খবর নিয়ে চাঞ্চল্য তুঙ্গে। এই তিন তারকাকে নিয়ে তৈরি হতে চলেছে এক বড় বাজেটের নতুন ছবি, যেখানে প্রত্যেকেই নাকি হাজির হচ্ছেন একদম নতুন রূপে।
বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, এই ছবির জন্য অভিনেতারা ইতিমধ্যেই চরিত্রে ঢোকার প্রস্তুতিতে ব্যস্ত। সবচেয়ে চমকপ্রদ হচ্ছে ববি দেওলের পরিবর্তন — বলা হচ্ছে, এমন চরিত্রে তাঁকে আগে কখনও দেখা যায়নি। মানসিক গভীরতা ও শারীরিক কসরতের এক অনন্য মিশেল হবে এই ছবি, যেখানে প্রতিটি চরিত্রই নিজস্ব ভার বহন করবে।
একদিকে যেখানে রণবীর সিং বরাবরের মতোই তার অনবদ্য এনার্জি নিয়ে পর্দা কাঁপাতে প্রস্তুত, অন্যদিকে শ্রীলীলা তার ক্যারিয়ারের নতুন এক মোড় নিতে চলেছেন। ‘জুনিয়র’ ও ‘আশিকি’-তে কার্তিক আরিয়ানের বিপরীতে কাজের পর এবার বলিউডের মেইনস্ট্রিমে নিজের জায়গা পাকা করতে এই ছবি তাঁর জন্য হতে পারে টার্নিং পয়েন্ট।
চরিত্রের গভীরতা, দৃশ্যের আবেগ ও ভিন্নধর্মী নির্মাণে এই অনামা ছবিটি হয়ে উঠতে পারে বলিউডের অন্যতম আলোচিত প্রজেক্ট।
এসএন