আজ তাঁর জন্মদিন। বলিউড তারকা ভূমি পেডনেকরকে ঘিরে ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা বইছে। তবে এবারের উদ্যাপন কেবল অভিনয়ে অসামান্য কৃতিত্বের জন্য নয়, বরং পৃথিবীর জন্য তাঁর লড়াইটাকেও সম্মান জানাতে। অভিনয়ের পাশাপাশি পরিবেশ রক্ষার সংগ্রামে ভূমি আজ এক অনন্য নাম।
বড় পর্দায় সাহসী চরিত্র আর বাস্তব জীবনে সাহসী উচ্চারণ-এই দুই মিলিয়ে নিজের পরিচিতি গড়েছেন ভূমি। ‘ক্লাইমেট ওয়ারিয়র’ নামে শুরু করা তাঁর সামাজিক উদ্যোগ আজ ভারতের পরিবেশ আন্দোলনে এক অনন্য প্ল্যাটফর্ম। সামাজিক মাধ্যমে সচেতনতা ছড়িয়ে তিনি প্রমাণ করেছেন-তারকা হওয়া মানে শুধু আলোয় থাকা নয়, আলো ছড়ানোও।
ভূমির কাজ কেবল ভার্চুয়াল পরিসরে সীমাবদ্ধ থাকেনি। ২০২৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাঁকে ভারতের প্রথম ‘ন্যাশনাল অ্যাডভোকেট ফর দ্য এসডিজি’ (টেকসই উন্নয়ন লক্ষ্য) হিসেবে ঘোষণা করে। একই বছর বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইয়াং গ্লোবাল লিডার’-এর তালিকায়ও তাঁর নাম উঠে আসে।
এই প্রজন্মের অন্যতম দক্ষ অভিনেত্রী, যিনি অভিনয়ের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটাকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রকৃত ‘ইনফ্লুয়েন্স’ বা প্রভাব তখনই আসে, যখন সেটি মানুষের জীবনে পরিবর্তন আনে-এ কথার এক জীবন্ত উদাহরণ ভূমি পেডনেকর।
এমকে/টিকে