ঈদুল আজহায় মুক্তি পাওয়া কিছু সিনেমা এখনো প্রেক্ষাগৃহে চলছে। এরপর নতুন করে আর কোনো সিনেমা আসেনি প্রেক্ষাগৃহে। আজ শুক্রবার মুক্তি পেয়েছে নতুন দুটি সিনেমা। তার মধ্যে একটি ঢাকার সিনেমা এবং অন্যটি নেপালের।
স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমা এবং বগুড়ার মম ইন এ আজ থেকে দেখা যাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত ‘আলী’। ছবিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, প্রতিজ্ঞা, তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ ও শওকত সজল প্রমুখ।
সিনেমাটির কেন্দ্রে রয়েছে অটিজমে আক্রান্ত এক যুবক আলী এবং তার বোনের গল্প। ভাইবোনের সম্পর্ক, মমতা, সংগ্রাম আর কিছু অ্যাকশন সব মিলে গড়ে উঠেছে সিনেমার আবহ।
অন্যদিকে, আজকে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেয়েছে নেপালি সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। সাফটা চুক্তির আওতায় এর বিনিময়ে নেপালে মুক্তি পেয়েছে বাংলাদেশের ‘ন ডরাই’।
এমকে/এসএন