রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যের শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কয়েকজন শিক্ষার্থী। গোপালগঞ্জের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ঘটলো এই ঘটনা। ১৭ জুলাই রাতের আঁধারে কয়েকজন শিক্ষার্থী বিম লিফটার চড়ে ভাস্কর্যের ওপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি কালো রঙে ঢেকে দেন। স্লোগান দেন— ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কিন্তু ঝড়বৃষ্টিতে পতাকা সরে গিয়ে ছবিটি আবার দৃশ্যমান হলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়, যার পরিণতিতে এই পদক্ষেপ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের যুগ্ম সদস্যসচিব বলেন, “ফ্যাসিস্ট প্রতীকে রঙ করা হয়েছে, তবে ‘অর্জন’ ভাঙা হবে না। কারণ এটি মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করছে।” ঘটনার পর ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর তাদের অফিসিয়াল পেজে পোস্ট দেয়, ‘গোপালগঞ্জে খবর পাঠাও, রংপুরে বাকশালি মুজিবের ছবিতে কালো রং মেখে দিয়েছে জুলাই যোদ্ধারা’।
এর আগে ফেব্রুয়ারিতে রংপুর জেলা স্কুল মোড়ের মুজিব ম্যুরাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ জেলার বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ম্যুরাল ভাঙচুর করেছিলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এবার গোপালগঞ্জের সংঘর্ষের পর আবারও উত্তপ্ত হলো রংপুর।
এমকে/এসএন