আসন্ন জাতীয় সমাবেশের মাধ্যমে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মিয়া গোলাম পরওয়ার জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চান এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জানান, সারা দেশ থেকে সমাবেশে অংশ নেয়ার লক্ষ্য এরইমধ্যে লক্ষাধিক নেতাকর্মী রওনা দিয়েছেন।
তিনি আরও জানান, মঞ্চের সামনে বসার জন্য ছয় শতাধিক মানষের বসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।