বাবা যিশু সেনগুপ্ত ও মা নিত্যা মেহরার দাম্পত্যে দূরত্বের জল্পনা তুঙ্গে। বলিউড ও টলিউডের জনপ্রিয় এই দম্পতিকে ঘিরে আলাদা থাকার গুঞ্জন একাধিকবার শোনা গেছে শোবিজ পাড়ায়। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউই।
ঠিক এমন সময় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাঁদের মেয়ে সারা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় তাঁর ঝলমলে উপস্থিতি, ফ্যাশন সেন্স আর আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ তাক লাগিয়ে দিচ্ছে নেটিজেনদের।
বন্ধুদের সঙ্গে পার্টি হোক বা কোনো ফ্যাশন ফটোশ্যুট প্রতিটি পোস্টেই স্পষ্ট সারার স্বতন্ত্র স্টাইল ও আত্মপ্রকাশের সাহস। বলিউডে অভিনয় জগতে পা রাখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি একাধিকবার।
সারার এমন উজ্জ্বল উপস্থিতি যেন আভাস দিচ্ছে ব্যক্তিগত জীবনের টানাপড়েন ছাপিয়ে তাঁর নিজের পথ গড়ার প্রস্তুতি তুঙ্গে। বিচ্ছেদ নিয়ে গুঞ্জন থাকলেও সারার লাইমলাইটে থাকা যেন জানান দিচ্ছে, বসন্ত এসেই গেছে তাঁর জীবনে।
এমকে/টিকে