দীর্ঘ ২০ মাস ধরে কাঁধের ইনজুরি বহন করার পর অবশেষে অস্ত্রোপচার করালেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। লন্ডনের একটি হাসপাতালে দুদিন আগে তার সফল অস্ত্রোপচার হয়েছে বলে নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘মার্কা’।
স্প্যানিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে তার মাঠে ফিরতে দুই মাসের মতো সময় লাগবে।
২০২৩ সালের নভেম্বর থেকে বাঁ কাঁধে ইনজুরি বহন করে আসছিলেন বেলিংহ্যাম। যা গত মৌসুমে তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। কাঁধে অস্বস্তি নিয়েও অবশ্য রিয়াল শিবিরে নিয়মিত-ই খেলে আসছিলেন বেলিংহ্যাম। শুরুর একাদশের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এ ইংলিশ মিডফিল্ডার।
চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অবশেষে সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। যাতে করে নতুন মৌসুমটা শুরু করতে পারেন পুরোপুরি ফিট থেকে।
মার্কা নিজেদের প্রতিবেদনে মেডিকেল রিপোর্টের বরাত দিয়ে লিখেছে, সফল অস্ত্রোপচারের পর প্রায় দুই মাসের মতো সময় মাঠের বাইরে থাকবেন বেলিংহ্যাম। ফলে অক্টোবরের আগ পর্যন্ত তিনি পিচে ফিরতে পারবেন না। তাতে কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হবে রিয়ালের নতুন কোচ শাবি আলোনসোকে। কারণ নতুন মৌসুমের শুরুতে স্কোয়াডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে হবে তাকে।
দুই মাস সময়ের মধ্যে সুস্থ হতে পারলে আন্তর্জাতিক বিরতির পর-ই ফিরতে পারবেন বেলিংহ্যাম। মেট্রোপলিটনে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে খেলতে পারবেন তিনি।
সফল অস্ত্রোপচারের পর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে বেলিংহ্যাম লেখেন, ‘অ্যান্ড্রু ওয়ালেস এবং সুসান আলেক্সান্ডার, তাদের দল, এবং ফর্তিউস ক্লিনিকের যারা চিকিৎসা ও আতিথেয়তার সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। ইভান ওর্তেগা এবং ড. লেয়েসকে ধন্যবাদ ভ্রমণ করে আমাকে সমর্থন দেওয়ার জন্য। এবং সবশেষে, যারা আমার সুস্থতা কামনা করে ভালোবাসার বার্তা পাঠিয়েছেন তাদেরও (ধন্যবাদ)। আমার ফেরার যাত্রা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। শিগগিরই দেখা হবে।’
ছুরি-কাঁচির নিচে যাওয়ার আগে রিয়ালের হয়ে গত ১০ জুলাই ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে পিএসজির বিপক্ষে খেলেছিলেন বেলিংহ্যাম। সুস্থ হয়ে মাঠে ফেরার মাঝে রিয়ালের হয়ে তিনি মিস করতে পারেন অন্তত ৬টি ম্যাচ।